একজন বুদ্ধিমান চার নম্বরে ব্যাট করছে দেখে আমরা খুশি, রায়ডুর প্রশংসা করে বিরাট
Web Desk, ABP Ananda | 29 Oct 2018 11:27 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে শতরান করা অম্বাতি রায়ডুর প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এটাও জানিয়ে দিলেন, আগামী বছরের বিশ্বকাপে চার নম্বরে রায়ডুকে ব্যাট করতে পাঠানোর কথাই ভাবতে শুরু করে দিয়েছেন। সোমবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর বিরাট বলেছেন, ‘রায়ডু যে সুযোগ পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ওকে খেলাতে হবে আমাদের। ও খেলা ভাল বুঝতে পারে। তাই চার নম্বরে একজন বুদ্ধিমান ব্যাট করছে দেখে আমরা খুশি।’ ম্যাচ প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা এই ম্যাচে সব বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। আমরা ছন্দ ফিরে পেয়েছি। আমরা প্রত্যাবর্তনের জন্য বিখ্যাত। এটা তার আর একটা উদাহরণ।’ বাঁ হাতি পেসার খলিল আহমেদেরও প্রশংসা করেছেন বিরাট।