মুম্বই : টলিউডে এই মুহূর্তের সবথেকে বড় খবর। মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু শত বিতর্কেও যে কান দেওয়ার পাত্রী নন নুসরত, তা তাঁর আচরণেই স্পষ্ট। বেশ কয়েকদিন ধরেই বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং রণবীর সিংহ (Ranveer Singh) নাকি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। দীপিকা পাডুকোনের মা হতে চলা নিয়ে যদিও তাঁরা কেউই প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত করে কিছু জানাননি। তাও সোশ্যাল মিডিয়ায় এমন রটনা রটছে যে, খুব শীঘ্রই নাকি মা-বাবা হতে চলেছেন দীপিকা-রণবীর। 


সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে লাইভ চ্যাটে আলাপচারিতা অনেক সেলেবরাই করে থাকেন। সরাসরি তারকাদের সঙ্গে কথা বলতে পারেন অনুরাগীরাও। তাই প্রিয় তারকার সঙ্গে কথা বলতে পেরে তাঁদেরকে নানা ব্যক্তিগত প্রশ্নও করতে বাকি রাখেন না নেটিজেনরা। কিছুদিন আগেই এক অনুরাগী শ্রুতি হাসানকে প্রশ্ন করে বসেন যে, তিনি কবে বিয়ে করছেন। খুবই সোজা সাপটা উত্তর দিয়ে শ্রুতি হাসান বলেছেন, 'আমার মনে হয় না এখন আমি বিয়ে করছি। আর আমরা এখন ২০২১ সালে বাস করছি। এখন পৃথিবীতে অনেক কিছু আছে আলোচনা করার। সেগুলো ছেড়ে আমি কবে বিয়ে করছি, এটা আলোচনা কিংবা প্রশ্ন করার বিষয় হতে পারে না।' তেমনই সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে ছিলেন বলিউডের আর এক অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। 'আস্ক মি এনিথিং' নামের অনুষ্ঠানে সত্যিই এক অনুরাগী তাঁকে অদ্ভূত প্রশ্ন করে বসলেন। 


লাইভ চ্যাট চলাকালীন এক অনুরাগী কমেন্টে লেখেন, 'রণবীর সিংহ তো বাবা হয়ে গেলেন।' অনুরাগীর এই কমেন্ট দেখে পরিণীতি চোপড়াও করলেন বুদ্ধিমতির মতো কাজ। নিজে সেই কমেন্টের উত্তর না দিয়ে সোজা 'গালি বয়' অভিনেতা রণবীর সিংহকে ট্যাগ করে লিখে দিলেন, 'দয়া করে উত্তর দিন রণবীর সিংহ'। যদিও 'লুটেরা' নায়ককে সেই কমেন্টের কোনও উত্তর দিতে দেখা যায়নি।


প্রসঙ্গত, রণবীর সিংহের সঙ্গে দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরিণীতি চোপড়া। একটা 'লেডিজ ভার্সেস রিকি বহেল'। অন্য়টা 'কিল দিল'। শেষবার অভিনেত্রীকে সাইনা নেওয়ালের বায়োপিক 'সাইনা'-তে অভিনয় করতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই 'অ্যানিমল' ছবিতে রণবীর কপূর এবং অনিল কপূরের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে।