মুম্বই:  টিনসেল টাউনে শাহিদ কপূর এবং মীরা রাজপুত সম্পর্কে সাম্প্রতিক গুঞ্জন, ফের দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন এই দম্পতি। সূত্রের খবর, মীরাকে কয়েক সপ্তাহ আগে একটি ছোট্ট বেবি বাম্প নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর থেকেই আরও জোরদার হয়েছে জল্পনা।

 

মীরা-শাহিদের প্রথম সন্তান মিশার বয়স এখন ১৯ মাস। বিভিন্ন অনুষ্ঠানে দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তান নেওয়ার বিষয় ইচ্ছেপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এক সাক্ষাতকারে শাহিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বলিউডে কি শিগগিরই দেখা যেতে পারে মীরাকে। তার জবাবে শাহিদ বলেন, মীরার বর্তমানে মাত্র ২২ বছর বয়স। তিনি যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় সন্তান নিয়ে নিতে চান। তারপর দুই সন্তান বড় হয়ে গেলে, যা ইচ্ছে করার ভাবনা রয়েছে মীরার। এব্যাপারে মীরাকে জিজ্ঞেস করা হলে, তিনিও একই উত্তর দেন। ২০১৫ সালে শাহিদ-মীরার বিয়ে হয়, ২০১৬ সালে মিশা জন্মায়।