কলকাতা: পঞ্চায়েত ভোটের আগেই বীরভূম জেলা পরিষদ কার্যত তৃণমূলের দখলেই চলে এল। জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে মাত্র ১টি আসনেই রয়েছে বিরোধী প্রার্থী।
৪২টির মধ্যে ৪১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। জেলার ১৯টি পঞ্চায়েত সমিতির ১৪টিতেই নেই বিরোধী প্রার্থী। আজই ছিল মনোনয়ন পেশের শেষ দিন।
মহম্মদবাজার ও নলহাটিতে মনোনয়ন পর্বের শেষে শাসকদলের সবুজ আবিরে উত্সব পালন। ১৯ টি ব্লকের ১৪টি ব্লকে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বাকি ৫টি ব্লকে প্রার্থী দিতে পেরেছে বিরোধীরা। জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে মাত্র ১টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিরোধীরা।
পশ্চিম বর্ধমানের বারাবনীর ২টি গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য।২১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টিই বিরোধীশূন্য।সালানপুরের ১টি গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য।
উল্লেখ্য, এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যজুড়ে হিংসার ঘটনা দেখা গিয়েছে। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে। বীরভূমেও একাধিক জায়গায় মনোনয়ন পেশ ঘিরে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে বীরভূম কার্যত বিরোধী শূন্য হয়ে ওঠা অত্যন্ত তাতপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোটের আগেই বীরভূম ‘বিরোধী শূন্য’ , জেলা পরিষদের ৪২টির মধ্যে মাত্র ১ আসনে বিরোধী প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2018 05:02 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -