নয়াদিল্লি: মঙ্গলবার ৩১ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। এই উপলক্ষ্যে, নিজেকেই একটি চিঠি লিখলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। টুইটারে পোস্ট করা ওই চিঠিতে তিনি নিজের জীবন ও যাত্রা থেকে প্রাপ্ত শিক্ষা নিজেরই কৈশোর অবতারকে জানালেন।
আদতে, এটি ভারত অধিনায়কের ওপর নির্মিত একটি কাল্পনিক অ্যানিমেশন চরিত্র। যা আজ বিশ্বের ৭০টির বেশি দেশে মুক্তি পাবে। ওই চরিত্রের নাম ‘সুপার-ভি’। গল্প হল একটি ১৫ বছর বয়সী ক্রিকট-প্রতিভা যে নিজের সুপারপাওয়ার আবিষ্কার করে সুপার ভিলেনদের সঙ্গে লড়াই করে পৃথিবীকে রক্ষা করে।
ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে রয়েছেন কোহলি। আর এই ক্ষণিক বিরতির যথাযথ ব্যবহার করতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ভূটানে ছুটি কাটাচ্ছেন কোহলি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অন্যদিকে, বিরাটকে সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কী বললেন--
বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন কোহলি। পেশাদার জগতে অনেকটা পথ অতিক্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম ও দুরন্ত ধারাবাহিকতার মাধ্যমে একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াটা কার্যত অভ্যাসে পরিণত করেছেন কোহলি।
ভারতের একমাত্র ব্যাটসম্যান যিনি আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ৮৯০ পয়েন্ট অতিক্রম করেছেন। এর আগে, সচিন তেন্ডুলকর ১৯৯৮ সালে ৮৮৭ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। সেটিই এতদিন সর্বোচ্চ ছিল।
সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ান ও দক্ষিণ আফ্রিকাতে গিয়ে প্রোটিয়াদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে কোহলি-নেতৃত্বাধীন বিশ্বের এক নম্বর টেস্ট দল। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে দলে ফেরত আসবেন কোহলি।