রাজকোট: ভারত বনাম বাংলাদেশের চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচ হয়েছে দিল্লিতে। এই ম্যাচ ঘিরে শুরু থেকেই ছিল দিল্লির পরিবেশ দূষণ সংক্রান্ত আশঙ্কা। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতার সমস্যা ম্যাচ চলাকালে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও শেষপর্যন্ত সুষ্ঠুভাবেই প্রথম ম্যাচ খেলা হয়। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ।
এবার সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরেও আশঙ্কার মেঘ। কারণটা হল রাজকোটের আবহাওয়া। আগামী ৭ নভেম্বর রাজকোটে খেলা হবে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচ।
ঘণীভূত ঘূর্ণিঝড় মহা ভারতের পশ্চিম উপকূল ছেড়ে চলে যাচ্ছিল বলে করা হচ্ছিল। কিন্তু ফের এই ঝড় ঘুরে দাঁড়িয়েছে এবং গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস সঠিক হলে ৬-৭ নভেম্বর দক্ষিণ গুজরাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর সেক্ষেত্রে বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে ভারত বনাম বাংলাদেশের চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে।
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস সামনে আসার পর ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।





টিম ইন্ডিয়ার তারকা বোলার আর অশ্বিনও ট্যুইট করে বলেছেন, মনে হচ্ছে, প্রকৃতি তার অসন্তোষ জানাচ্ছে। যদিও স্কাইমেট ওয়েদার জানিয়েছে, গুজরাত উপকূলে আসার পথে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যেতে পারে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই ঘূর্ণিঝড় ৭ নভেম্বর নাগাদ দিউ ও পোরবন্দরে স্থলভূমিতে প্রবেশ করতে পারে। ওই সময় ঝড়ের গতি প্রতি ঘন্টায় ৮০-৯০ কিমি থাকতে পারে।