কলকাতা: তাঁর কণ্ঠে মজেন আট থেকে আশি। তবে শুধু কণ্ঠ নয়, তাঁর হাসি, কথা, ঠাট্টা, সবই মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয়। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। ভারতের এই মুহূর্তে প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ্যে একেবারে প্রথমের দিকে যাঁর স্থান। সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় নন অরিজিৎ। নিজের কাজ সংক্রান্ত পোস্টই নজরে আসে বেশি। তবে তা সত্ত্বেও তাঁর নামে রয়েছে একাধিক ফ্যানপেজ, যেখানের পোস্ট শিল্পীর হাজার হাজার অনুরাগীর মনোরঞ্জন করে। তেমনই একটি পেজে শেয়ার করা হল দোলের মুহূর্ত (Holi 2024)। জিয়াগঞ্জের রাস্তায় দেখা গেল কচিকাঁচাদের থেকে রং মাখছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক অরিজিৎ সিংহ। স্বভাবতই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


অরিজিৎ সিংহের রং খেলা


তিনি যে সময় পেলেই, কাজে ফাঁক পেলেই উপস্থিত হন জিয়াগঞ্জে তা এতদিনে সকলেরই জানা। যাঁকে জিয়াগঞ্জের রাস্তায় হঠাৎ দেখলে মনেই হবে না, এই ব্যক্তিই দেশ-বিদেশ কাঁপিয়ে শো করে বেড়ান, এই মানুষটির কণ্ঠ শুনতে মরিয়া সক্কলে, এই মানুষটি আম্বানির পারিবারিক অনুষ্ঠানে পারফর্ম করার ডাকও পান, ভারতে তৈরি সিংহভাগ ছবিতেই এই মানুষটির কণ্ঠে গান একেবারে মাস্ট! এতটাই সরল, মাটির মানুষ অরিজিৎ সিংহ। 


সোমবার ছিল দোলপূর্ণিমা। রঙের উৎসবে নিজের মতো করেই মাততে দেখা গেল শিল্পীকে। জিয়াগঞ্জের রাস্তায় একেবারে চেনা ঢঙে, স্কুটিতে চেপে, 'পাড়ার ছেলে'র দেখা মিলল। পরনে সাদা পাজামা পাঞ্জাবী। পাড়ার লোকজনের সঙ্গে আড্ডা, আলাপচারিতা সারলেন। দূর থেকে তাঁকে আসতে দেখে পাড়ার কচিকাচারাও আবির নিয়ে তৈরি। কাছে আসতেই মুখে চোখে মাখিয়ে দেওয়া হল রং। তিনিও স্কুটি থামিয়ে হাসি মুখে মাখলেন আবির। খালি এক খুদে এরই মধ্যে বলে উঠল 'একটা সেলফি'। অরিজিতের মুখে তখন সেই আদুরে ধমকের সুর, 'না সেলফি না।' বারবার তাঁকে দেখে হতবাক হন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী, এতটা মাটির কাছাকাছি কী করে থাকতে পারেন এত বড় তারকা?


 




আরও পড়ুন: Raha-Halima: 'হুবহু একই দেখতে'! রণবীর-আলিয়ার কন্যার সঙ্গে আতিফের মেয়ের 'মিল' দেখে হতবাক নেটপাড়া


আনন্দের গান, দুঃখের গান, প্রেমের গান, বিরহের গান, উচ্ছ্বাস প্রকাশ হোক বা পার্টি সং, সর্বত্রই অরিজিৎ সিংহের অবাধ বিচরণ। শ্রোতা মনে তাঁর স্থান অফুরান। স্বাভাবিকভাবেই এই দোল খেলার ভিডিও তাই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।