নয়াদিল্লি: তারা তারকা-সন্তান। তাদের নিয়ে এমনিতেই অনুরাগীদের উৎসাহের অন্ত থাকে না। তার ওপর দুই খুদের মধ্যে প্রচুর মিল যদি খুঁজে পাওয়া যায় তাহলে তারা যে ভাইরাল হবেই তা বলাই বাহুল্য। তেমনই কাণ্ড হয়েছে রাহা (Raha Kapoor) ও হালিমার (Halima) ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল আলিয়া-রণবীরের (Ranbir Kapoor and Alia Bhatt) কন্যা ও আতিফ আসলামের (Atif Aslam) কন্যার ছবি। দুই শিশুকে নাকি 'হুবহু এক দেখতে', এমনই দাবি নেটিজেনদের।
রাহা-হালিমা! 'অবিকল এক', মিল খুঁজে পেলেন নেটিজেনরা
পাক গায়ক আতিফ আসলাম সম্প্রতি তাঁর একরত্তি কন্যা হালিমার ছবি প্রকাশ করেন। আর তার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে। সম্প্রতি হালিমার জন্মদিনে তার ছবি পোস্ট করেন গায়ক। আর খুব আকর্ষণীয়ভাবে অনুরাগীরা তার মুখের সঙ্গে মিল খুঁজে পেলেন খুদে রাহার।
আতিফ আসলাম ইনস্টাগ্রামে তাঁর মেয়ে হালিমার মুখ এই প্রথম পোস্ট করলেন। ২৩ মার্চ ছিল খুদের জন্মদিন। সুন্দর সাদা জামা পরে দেখা মিলল খুদের। বাবার কোলে হালিমাকে দেখে মন গলেছে নেটিজেনদের। ক্যাপশনে তিনি লেখেন, 'বাবা তার রাজকন্যার জুতো নিজের পকেটে রেখেছেন, যখন হালিমার প্রয়োজন পড়বে বলে দিও। শর্তহীন ভালবাসা। শুভ জন্মদিন ২৩/০৩/২৩।'
ফোলা গাল, একইভাবে চুলে দুটো ঝুঁটি বেঁধে পোজ, কারও নজর এড়ায়নি, এবং ফলস্বরূপ অনুরাগীরা রাহার ছবির সঙ্গে হালিমার ছবির কোলাজও বানিয়ে ফেলেন। কেউ কেউ লিখলেন, 'আমি কি একাই যার মনে হচ্ছে রাহা আর হালিমাকে একদম এক দেখতে?' কেউ আবার লিখলেন, 'নাক এক, চোখের রং এক, ঠোঁটটা একটু আলাদা, কিন্তু দু'জনেই ভীষণ মিষ্টি।' এত তুলনার মধ্যেও হালিমাকে আদরে ভরিয়েছেন সকলে।
আতিফ আসলাম ও সারা ভরওয়ানা ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন। আব্দুল আহাদ ও আরিয়ান আসলাম, দুই ছেলে রয়েছে তাঁদের। এরপর তাঁদের কোলে আসে হালিমা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।