কলকাতা: খুব ধীর গতিতে হলেও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। ফের শুরু হয়েছে বেশ কিছু ছবির শুটিং-এর কাজ। কোথাও কোথাও শুরু হচ্ছে স্টেজ পারফর্মেন্স। করোনা মহামারীর কারণে বেশ কিছু সময় পর আবারও আবু ধাবির মঞ্চে গান গাইতে দেখা যেতে চলেছে অরিজিৎ সিংহ-কে। সূত্রের খবর অনুযায়ী, ১৯শে নভেম্বর আবু ধাবির বৃহত্তম বিনোদন কেন্দ্র ইতিহাদ এরিনায় একটি লাইভ কনসার্ট করবেন। এটি মধ্য়প্রাচ্য়ের বৃহত্তম অত্যাধুনিক এন্টারটেনমেন্ট জোন বলে পরিচিতও। পাঁচ বছরে এখানে এটিই প্রথম কনসার্ট হতে চলেছে।


প্রসঙ্গত, এইমুহূর্তে বলিউডে প্রথম সারির সিঙ্গারদের মধ্য়ে অরিজিৎ সিংহ অন্য়তম। ভারতের গণ্ডি ছাড়িয়ে তাঁর ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। অরিজিৎ সিংহ হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। ২০০৫ সালে একটি জনপ্রিয় টিভি চ্য়ানেলের অনুষ্ঠান 'ফেম গুরুকুল'-এর প্রতিযোগী ছিলেন তিনি। 


মিউজিক প্রোগ্রামার হিসেবে সঙ্গীতের  জগতে তাঁর যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকজন সঙ্গীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন অরিজিৎ সিংহ।  ২০১৩ সালে মুকেশ ভাটর 'আশিকি ২' ছবিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। 


অরিজিৎ সিংহ-এর জনপ্রিয় গানের মধ্য়ে অন্য়তম, ‘তুম হি হো’, ‘কবিরা’, ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘নাশেসি চার গায়ি’, ‘হাওয়ায়ে’, ‘সফর’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’। এছাড়াও রয়েছে আরও অনেক গান। 


২০১৪ সালে অরিজিৎ সিংহ  জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা ‘মুসকুরানে’ গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি ‘সুরাজ ডুবা হ্যায়’ গানের জন্য ও ২০১৭ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতে নিজের একটি  আলাদা জায়গা তৈরি করে নেন।


অরিজিৎ সিংহ ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত টানা ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেন। এর আগে টানা ৫ বার এ পুরষ্কার পাওয়ার রেকর্ড ছিল কুমার শানুর। এছাড়া তিনি নানান সময়ে অন্যান্য অনেক পুরস্কারে অর্জন করেন।