প্রকাশ সিন্হা, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়,কলকাতা:  নারদকাণ্ডে রাজ্যের ৫ জনের নামে চার্জশিট জমা দিল (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি। চার্জশিটে নাম আছে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এছাড়াও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জারও নামও রয়েছে চার্জশিটে। কেন শুভেন্দু অধিকারীর নাম বাদ প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
কয়লাকাণ্ডে রাজ্যের হেভিওয়েটদের দিল্লিতে তলব করেছে ইডি। এই নিয়ে রাজনৈতিক তর্কযুদ্ধের মধ্যেই নারদকাণ্ডে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সিবিআইয়ের পরে এবার ইডির চার্জশিট। তাতে নাম আছে, পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম,পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র,প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার। 


বুধবার চার্জশিট জমা দেওয়ার পরে ইডির বিশেষ আদালত নির্দেশ দেয়, ৫ জনকেই আগামী ১৬ নভেম্বর হাজিরা দিতে হবে আদালতে। চার্জশিটে রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়কের নাম আছে। তাই নিয়ম অনুযায়ী, বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র-র কাছে পৌঁছবে সমনের কপি।  এই ৫ জনের পাশাপাশি নারদকাণ্ডে অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার ,প্রসূন বন্দ্যোপাধ্যায় ,অপরূপা পোদ্দার এবং প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের প্রসঙ্গে ইডির তরফে আদালতে বলা হয়েছে, নারদকাণ্ডে তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া হবে।
 যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দুকেও দেখা গেছে ক্যামেরার সামনে, সিবিআই যে এফআইআর দিয়েছে, তাতে লেখা আছে শুভেন্দু টাকা নিয়েছেন, তাহলে ইডির চার্জশিটে শুভেন্দুর নাম বাদ যায় কী করে? এই নিয়েও তদন্ত হতে পারে, যারা বিজেপিতে নেই, বেছে বেছে তাদের হ্যারাস কর, তাদের কেস দাও, যারা বিজেপির পায়ে গিয়ে পড়ছে, তাদের এজেন্সি দেখতে পাবে না, এটা কোন দেশী তদন্ত?


বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কটাক্ষ, আগামী কিছুদিনের মধ্যে এমন পরিবেশ হবে, ২১-এর আগের মতো লম্বা লাইন পড়বে। 
অন্যদিকে,  প্রায় ৫ বছর ধরে চলা নারদ মামলার গতি কখন বাড়ে আর কখন কমে, তা নিয়েই প্রশ্ন তুলছে বামেরা।


২০১৬-র ১৪ মার্চ, বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। গত ১৭ মে নারদকাণ্ডে চারজনকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁরা জামিন পান। এবার সেই মামলাতেই চার্জশিট জমা দিল ইডি।