কলকাতা: প্রথম যখন 'শবর'-কে পর্দায় আনার কথা ভেবেছিলেন তিনি, তখনই পরিকল্পনা করেছিলেন, এই চরিত্রে হয় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) অভিনয় করবেন, নাহলে হবে না শবর। শাশ্বত রাজি হয়েছিলেন। আর তারপরের গল্পটা সবার জানা। একের পর এক শবরের গল্প এসে মন জয় করেছে দর্শকদের। কিন্তু প্রথমবার শাশ্বতকে শবর হিসেবে পর্দার আনার ভাবনা কেন কাজ করেছিল অরিন্দম শীলের (Arindam Sil) মাথায়? এবিপি লাইভকে সেই গল্প বললেন পরিচালক।


অরিন্দম বলছেন, 'আমি একটা সুযোগ ছাড়তে চাইনি। অপু (শাশ্বত) চাইলে ব্যোমকেশও হতে পারত। আমি প্রথম থেকেই খুব পরিষ্কার ছিলাম। হয় শবর দাশগুপ্ত অপু হবে, অথবা শবর তৈরিই হবে না। আমি আর অপু অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমি জানি ও কেমন অভিনেতা। আমার সবসময় মনে হয়েছে অপুকে গোয়েন্দাদের সহকারী করে রাখা হয়েছে। কিন্তু অপু তাই নয়। এটা গোটা গোয়েন্দা ফ্যাঞ্চাইজিতে কাঁধে করে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে অপুর। অন্যরা এই সুযোগটা হারিয়েছে। আমি এই সুযোগ হারাতে চাই নি। অন্য পরিচালকদের ধন্যবাদ যে অপুকে কেউ কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্র হিসেবে ভাবেননি। তাই ওকে শবর হিসেবে নিতে পেরেছি আমি।'


আরও পড়ুন: Arindam Sil Exclusive: ঋতুদা দেখে যেতে পারলেন না আমি কেমন 'শবর' পরিচালনা করি: অরিন্দম শীল


শবর নিয়ে শাশ্বতর সঙ্গে অফ ক্যামেরায় কথা হয়? অরিন্দম বলছেন, 'এখন আর শবর -এর জন্য অপুকে আলাদা করে কিছু বোঝাতে হবে না। ও জানে আমি কী কী চাই। এতদিন কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। আমাদের সিনেমার বাইরের জীবন নিয়ে গল্প হয়।' 


একটু থামলেন অরিন্দম, তারপর হেসে ফেলে বললেন, 'একটা কথা অবশ্য বলেছিল শাশ্বত, বলেছিল, 'আমরা শবর-এর একটা কমেডি ভার্সন করতে পারি না? গোবর? এইটা বলায় আমরা খুব হাসাহাসি করেছিলাম।'