কলকাতা: পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) নতুন ছবি 'ইস্কাবনের বিবি'র (Ishkaboner Bibi) ঘোষণা হয়েছিল বেশ কয়েকদিন আগে। আজ শুরু হল এই ছবির শ্যুটিং। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই খবর শেয়ার করে নিলেন পরিচালক। সঙ্গে শেয়ার করলেন ছবির অফিশিয়াল লোগো।


'ইস্কাবনের বিবি'র লোগো-


এদিন পরিচালক অরিন্দম শীল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ইস্কাবনের বিবি'র অফিশিয়াল লোগো শেয়ার করেছেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'নতুন জার্নি শুরু হল। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই। এটা আমাদের অফিশিয়াল লোগো। আজ থেকে শুরু হল শ্যুটিং।' এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষ (Arunima Ghosh) , তৃণা সাহা, অর্ণ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। অরিন্দম শীলের এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। অরিন্দম শীলের পোস্ট করা ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা।






আরও পড়ুন - Arunima Ghosh Exclusive: দর্শককে চেয়ার থেকে উঠতে দেবে না 'ইস্কাবনের বিবি': অরুণিমা ঘোষ


প্রসঙ্গত, কয়েকদিন আগেই 'ইস্কাবনের বিবি' ছবির শুভ মহরতের ঘোষণা করেন পরিচালক অরিন্দম শীল। ছবি পোস্ট করে ক্যাপশনে অরিন্দম শীল লেখেন, 'ইস্কাবনের বিবি আমাদের আগামী ছবি। আজ মহুরত হলো। মূল ভূমিকায় অরুণিমা ঘোষ, তৃণা সাহা (মূল চরিত্রে চলচ্চিত্রে প্রথম), পৌলমী দাস, অর্ণ মুখোপাধযায়, জয়দিপ কুন্ডু, শুভশ্রী কর ও আরো অনেকে। আপনাদের শুভ কামনা আমাদের কাম্য।' (অপরিবর্তিত)।  ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অরুণিমা ঘোষ আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এই ছবির থ্রিলার এবং রহস্য দর্শকের এতটাই পছন্দ হবে যে তা ছেড়ে উঠতে পারবেন না তাঁরা। যদিও ছবিটি কবে মুক্তি পাবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।