কলকাতা: সম্প্রতি নতুন ছবির ঘোষণা করেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। দর্শকদের জন্য থ্রিলারধর্মী ছবি 'ইস্কাবনের বিবি' (Ishkaboner Bibi) নিয়ে আসতে চলেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির শুভ মহুবতের ছবি পোস্ট করে দর্শকের আশীর্বাদ ও শুভ কামনা চেয়ে নিয়েছেন পরিচালক। এই ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার। এছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যেতে চলেছে পৌলমী দাস, অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু,শুভশ্রী করকে। 'ইস্কাবনের বিবি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলা ছবি ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষকে (Arunima Ghosh)। করোনা পরিস্থিতিতে কোভিডবিধি মেনে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করলেও, দেখা যায়নি অরুণিমা ঘোষকে। দীর্ঘ দু'বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। তাঁর অত্যন্ত প্রিয় পরিচালক অরিন্দম শীলের থ্রিলারধর্মী ছবি 'ইস্কাবনের বিবি'তে তিনি মুখ্য চরিত্রে। ছবির গল্প এবং তাঁর চরিত্র এখানে কেমন, সেসব নিয়ে অরুণিমা ঘোষ কথা বললেন এবিপি লাইভের সঙ্গে।


এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষ জানালেন, তাঁর চরিত্রটি এখানে খুবই সাধারণ একটা মেয়ের। যে পেশায় একজন স্কুল শিক্ষিকা। ছোট ছোট বাচ্চাদের পড়াতে সে খুবই ভালোবাসে। স্বামীর সঙ্গে তাঁর সুখের সংসারও। সুখী এবং সাধারণ একটা মেয়ের জীবনে হঠাতই নানা সমস্যা শুরু হয়। নিজের স্বামীর জন্য সে নানা ট্র্যাপের শিকার হয়। তার সুখের সংসারেও নানা সমস্যা দেখা দিতে শুরু করে। মূলত এভাবেই এগোতে থাকে তাঁর চরিত্রটি। অরুণিমা ঘোষের স্বামীর চরিত্রে দেখা যেতে চলেছে অর্ণ মুখোপাধ্যায়কে। বেশ কিছু ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করেছেন তিনি।


আরও পড়ুন - The Kashmir Files Twitter Review: 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?


ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা ঘোষের দীর্ঘ কেরিয়াক। তারপর তিনি বড় পর্দায় অভিনয় করতে শুরু করেন। কিন্তু করোনা পরিস্থিতি শুরু হতেই তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নেন। অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যখন কোভিড বিধি মেনে ওই পরিস্থিতিতেও অভিনয় চালিয়ে গিয়েছেন, তিনি কেন করলেন না? উত্তরে অরুণিমা ঘোষ বলেন, 'আমার এমনিতেই হাঁপানির সমস্যা রয়েছে। বাবা-মায়ের একেবারে কড় নির্দেশ ছিল, আমি যেন এই সময়ে একেবারে বাড়ি থেকে না বেরই। আমার এতটাই হাঁপানির সমস্যা যে স্টেরয়েড পর্যন্ত নিতে হয়। তাই সামান্য একটু সমস্যাতেও মারাত্মক স্বাস্থ্যের ক্ষতি হতে পারত আমার। এই আশঙ্কাতেই আমি বেশ কিছু ছবির প্রস্তাব পাওয়ার পরও করতে পারিনি। দীর্ঘ দুটো বছর বিরতি নেওয়ার পর আমি আবার কাজে ফিরেছি। লকডাউন চলার সময় যখন সবাই কোভিডবিধি মেনে কাজ করছে, তখন আমি অনেকগুলো ছবির কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু করোনার সংক্রমণ হওয়ার আশঙ্কায় আর আমার মা-বাবার কড়া নির্দেশে সেই সমস্ত প্রস্তাব ছাড়তে হয়।'


পরিচালক অরিন্দম শীলের ছবি মানেই তাতে অতিরিক্ত কিছু দেখার জন্য উৎসুক হয়ে থাকেন দর্শকেরা। তার উপর থ্রিলারধর্মী ছবি 'ইস্কাবনের বিবি'। কেন এই ছবি দেখতে চাইবেন দর্শক? অরুণিমা ঘোষ বলেন, 'স্ক্রিপ্ট পড়েই ছবির গল্পটা আমার অত্যন্ত ভালো লাগে। আমরা এমন ছবিই দেখতে পছন্দ করি, যা আমাদের চেয়ার ছেড়ে উঠতে দেয় না। সবসময়ই জানার ইচ্ছে থাকে পরবর্তীতে কী হবে তা দেখার। তাছাড়া বর্তমানে থ্রিলারধর্মী ছবি দেখতে মানুষ খুবই পছন্দ করছেন। 'ইস্কাবনের বিবি' এমন একটা ছবি হতে চলেছে, যার টানটান উত্তেজনা দর্শককে চেয়ার ছেড়ে উঠতে দেবে না।' আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে 'ইস্কাবনের বিবি' ছবির শ্য়ুটিং। দীর্ঘ দু'বছরের বিরতি কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন অরুণিমা ঘোষও।