কলকাতা: আগামীকাল শুক্রবার। আবার সমস্ত প্রেক্ষাগৃহ ভরে উঠবে নতুন ছবির পোস্টারে। বলা ভাল ইতিমধ্যেই সব জায়গায় পোস্টার পড়েও গেছে। যে রাজ্য দিন তিনেক আগে নিষিদ্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নামক একটি ছবি, সেখানে আগামীকাল একগুচ্ছ ছবির সঙ্গে মুক্ত পাচ্ছে 'ফাটাফাটি' (Fatafati)। ছবি মুক্তিপ আগের দিন 'নবীনা' (Navina) প্রেক্ষাগৃহে সামলনে থেকে ফেসবুক লাইভ করলেন ছবির মুখ্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বললেন, 'বাঙালি অডিয়েন্সকে চিট করা যায় না'। 


'বাঙালি অডিয়েন্সকে চিট করা যায় না'


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন?


ছবির মুক্তি আগামীকাল, অর্থাৎ ১২ মে। তার আগে বিভিন্ন প্রেক্ষাগৃহে পৌঁছে যাচ্ছিলেন ছবির কলাকুশলীরা। প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ থেকে লাইভ করলেন অভিনেত্রী ঋতাভরী। লাইভের বার্তা, টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে, সকলেই যেন টিকিট কেটে নেন। বড় পোস্টার পড়েছে 'ফাটাফাটি'র। 


এই লাইভেই অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'আমি প্রচণ্ডভাবে উত্তেজিত। আমার মন প্রাণ সমস্তটা দিয়েছি এই ছবিতে। আমরা খুব মন থেকে তোমাদের জন্য এই ছবিটা তৈরি করেছি।' এরপরেই তিনি বলেন, 'বাঙালি দর্শককে বোকা বানানো যায় না। চিট করা যায় না। কোনও চিটিং ছাড়া, পুরো ভালবাসা। কাল একটা ফাটাফাটি তোমাদের কাছে আসছে।' অভিনেত্রী কথা দিলেন, 'এই সফর হবে ফাটাফাটি'। 


 



আরও পড়ুন: 'Pherari Mon': তুলসী ও শানায়ার জোর টক্কর, কে জিতবে? কোন দিকে মোড় নেবে 'ফেরারি মন'?


রাত পেরোলেই মুক্তি পাবে অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee)-র নতুন ছবি, 'ফাটাফাটি' (Fatafati)। ইতিমধ্যেই এই ছবি পাড়ি দিয়েছে বিদেশে। রোগা হোক বা মোটা.. নিজেকে ভালবাসার কথাই বলে এই ছবি। আর এবার, এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে, বডি শেমিং নিয়ে মুখ খুললেন মার্কিন কনসাল জেনেরাল মেলিন্ডা পাভেক।