কলকাতা: বাংলার জনপ্রিয় বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'য় (Colors Bangla) 'ফেরারি মন'-এর (Pherari Mon) গল্পে নয়া মোড়। কী ঘটবে এবার ধারাবাহিকে?

Continues below advertisement

'ফেরারি মন' ধারাবাহিকের গল্পে নয়া মোড়

তুলসীকে (Tulsi) ফাঁদে ফেলার ফন্দি আঁটে শানায়া (Shanaya)। কিন্তু ঘটনায় আঘাত পায় পরমা (Parama)। নিজের জীবন ঝুঁকিতে ফেলে পরমার প্রাণ বাঁচায় তুলসী। অগ্নি বুঝতে পারে ওর পরিবারের প্রতি তুলসীর আনুগত্য কতটা। 

Continues below advertisement

অন্যদিকে কলেজে তুলসী ও শানায়ার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। দর্শকরা প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডের সাক্ষী হতে চলেছেন তা নাচ, রান্না হোক বা ক্যুইজ, তবে সমস্ত প্রতিযোগিতা অগ্নির আসল রূপটি জানার জন্য সেট করা হয়। শেষ রাউন্ডে এসে ছলনার সাহায্য নেয় শানায়া ও জিতে যায়। তুলসী তার সভাপতিত্ব হস্তান্তর করতে বাধ্য হয়। নিজের জয় উদযাপন করতে অগ্নিকে হোটেলে নিয়ে যায় শানায়া, এবং তাঁকে মদ্যপান করায়। এরপর সেই সময়ের সুযোগ তুলতে চায় শানায়া ও অগ্নির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সেই মুহূর্ত ভিডিও করে রাখার চেষ্টা করে। কিন্তু অগ্নিকে এই অসম্মানের হাত থেকে বাঁচায় তুলসী। 

'ফেরারি মন' ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ

'ফেরারি মন' ধারাবাহিকে সম্প্রতি প্রবেশ ঘটেছে এক নতুন চরিত্রের (new character)। ধারাবাহিকের মুখ্য চরিত্র অগ্নির ছোটবেলার বন্ধু হিসেবে এক নারী চরিত্রের আগমন ঘটে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যায় জিনা তরফদারকে (Jina Tarafdar)। অভিনয়ে আসার আগে পেশায় ভিডিও জকি ছিলেন জিনা। 

আরও পড়ুন: Health Tips: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?

ধারাবাহিকের গল্প এক ঝলকে

তুলসী, এক মেধাবী নারী, যে জীবন কিছু আদর্শে বাঁচে ও লড়াই করতে জানে। ছোটবেলা থেকেই যা সঠিক, তার পক্ষেই থেকেছে সে। অন্যদিকে অগ্নির চরিত্র একেবারে উল্টো। ক্ষমতাসম্পন্ন এক পরিবারের অহঙ্কারী ছেলে সে। নিজের ইচ্ছামতো জিনিস আদায় করতে সর্বদা সে নিজের ক্ষমতার ব্যবহার করেছেন তিনি। জীবনে সবকিছুই এত সহজে সে পেয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা ভুল তার বিচার অগ্নি করতে জানে না। কলেজে অগ্নি ও তুলসীর আলাপ হয়। প্রথম থেকেই শুরু হয় ঝগড়া। কিন্তু ঝগড়া, দ্বন্দ্ব, একেবারে ভিন্ন দুই চরিত্রের হওয়া সত্ত্বেও গল্পের ফেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। তুলসী ও অগ্নির দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনি দর্শকের মন জয় করেছে। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'য় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যায় 'ফেরারি মন'।