কলকাতা: ২০২১ সাল তাঁকে 'অপু'-র পরিচয় দিয়েছে। বড়পর্দায় সাদায় কালোয় নিজেকে দেখা ফেলে আসা বছরের সেরা উপহার বলে মনে হয় তাঁর কাছে। তবে কুড়ির মতো একুশেও করোনার কালো ছায়া সরল না বিনোদন জগতের ওপর থেকে। বছরের প্রথম দিনে ফেলে আসা সালটার কথা বলতে গিয়ে তাই বারবার করোনা পরিস্থিতি আর কাছের মানুষদের হারানোর মনখারাপই উঠে এল অভিনেতা অর্জুন চক্রবর্তীর কথায়। 


ফেলে আসা বছরের সেরা স্মৃতি বলতে সবার আগে কী মনে পড়ে? একটা বড় নিঃশ্বাস নিয়ে সামান্য হেসে অর্জুন বললেন, 'বড়পর্দায় নিজেকে 'অপু' হিসেবে দেখা। 'অভিযাত্রিক'-এর হাত ধরে অনেক মাস পরে বড়পর্দায় নিজেকে দেখলাম। ওটিটিতে এখন প্রচুর ভালো কাজ হচ্ছে। আমি নিজেও ওটিটিতে একাধিক কাজ করলাম। তবে আমরা যারা অভিনয় করি, সবারই মনে হয় বড়পর্দার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম।' আর খারাপ মুহূর্ত? অর্জুন বললেন, 'করোনা পরিস্থিতি আমাদের সবাইকে যেন একসূত্রে বেঁধে দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা অনেক কাছের মানুষদের হারিয়েছি। প্রত্যেক পরিবারেই স্বজন হারানোর বেদনা রয়েছে। আমি বা আমার পরিবারও তার বাইরে নই।' এই পরিস্থিতি যেন নতুন করে অনেক শিক্ষা দিয়ে গেল অর্জুনকে। অভিনেতা বলছেন, '২০২০ আর ২০২১ আমাদের শিখিয়ে গেল, প্রত্যেক মুহূর্তে বেঁচে নেওয়া উচিত। আগামীকাল কী হবে আমরা কেউ জানি না। তাই কাছের মানুষদের নিয়ে আরও একটু যত্ন নিই, কথা বলার আগে সচেতন হই, কাজের জায়গায়, বাড়িতে, সবার সঙ্গে যেন একটু ভালো ব্যবহার করি।আগামী বছরে প্রতি মুহূর্তে এগুলোই চেষ্টা করব।'


একুশ শেষ। বাইশে নতুন রেজ়োলিউশন কী কী থাকছে? একটু হেসে অর্জুন বললেন, 'এসব ছোটবেলায় ছিল। বহু বছর এমন করে রেজ়োলিউশন রাখি না। তবে হ্যাঁ, প্রতি বছর মনে হয়, একজন ভালো মানুষ হব। একজন আরও দক্ষ অভিনেতা হয়ে উঠব, নিজেকে নিয়ে কাজ করব।' ফেলে আসা বছরে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস হয়েছে? অভিনেতা বলছেন, 'একটা বিশেষ ঘটনা বলতে পারব না। তবে ব্যক্তিগত বা কাজের জায়গায় কোনও কোনও কাজ করার পর মনে হয়েছে, কাজটা এইভাবে না করে অন্যভাবে করা যেত। এমনটা বোধহয় সবার মনে হয়।' 


স্ত্রী-কন্যা নিয়ে অর্জুন ঘোরতর সংসারী। ২০২১ সালে নতুন করে পুরনো প্রেমকে ফিরে পেয়েছেন? প্রশ্ন শুনে অর্জুন বললেন, 'আমার কাছে প্রেম অনেক রূপেই ধরা দেয়। যে মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে.. আমার স্ত্রী, কন্যা, মা-বাবা, দাদা-বৌদি, সবার সঙ্গে থাকাও আমার কাছে প্রেম। যা যা জিনিস আমার করতে ভালো লাগে যেমন খেলা দেখা, বই পড়া, ভালো ছবি দেখা.. সবই আমার কাছে প্রেম। একটা কোনও রোম্যান্টিক সম্পর্কের কথা প্রেম বলতে আমার মনে পড়ে না।'