মুম্বই: জাহ্নবী কপূর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটকে কড়া ভাষায় আক্রমণ করলেন নবাগতা অভিনেত্রীর সৎ ভাই অর্জুন কপূর।

 

সম্প্রতি জাহ্নবী তাঁর মায়ের মৃত্যুর পর একদিন বাবা এবং বোনের সঙ্গে অর্জুনের বাড়ি গিয়েছিলেন। সেদিন যে পোশাকে জাহ্নবী সেখানে যান, তার ছবি তুলে সেই বিনোদনের ওয়েবসাইটটি মন্তব্য করেন, 'সেক্সি এবং শরীর দেখানো পোশাকে জাহ্নবী'। সেই মন্তব্য প্রসঙ্গেই রাগে ফেটে পড়লেন অর্জুন।

তাঁর কথায় এধরনের শব্দ ব্যবহার থেকে একটি বিষয় পরিস্কার, কতটা নোঙরা রুচি নিয়ে একজন মহিলাকে এই সমস্ত সংবাদমাধ্যমের মানুষরা দেখেন।

এরপরই ওই ওয়েবসাইট সেই খবর ও টুইট মুছে দেয়।