মুম্বই: গৃহবধূর চরিত্রে বহু নায়িকাই অভিনয় করেছেন। কিন্তু হাউস হাসব্যান্ডের চরিত্রে অভিনয় করে আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন অর্জুন কপূর (Arjun Kapoor)। ২০১৬ সালে আজকের দিনেই মুক্তি পায় 'কি অ্যান্ড কা' (Ki & Ka)। মুখ্য চরিত্রে অভিনয় করেন অর্জুন কপূর এবং করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। এই ছবিতে করিনা কপূর খান একজন রোজগেরে গিন্নি এবং অর্জুন কপূর বাড়ির কাজ সামলান। একজন কর্মরত নারীর জীবনে কীভাবে একজন স্বামী রোজগেরে না হয়েও তাঁর শক্তি হয়ে উঠতে পারেন, সেই গল্পই দেখানো হয়েছে ছবিটিতে। 'কি অ্যান্ড কা' ছবির ৬ বছর উদযাপনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন অর্জুন কপূর (Arjun Kapoor)।


'কি অ্যান্ড কা' নিয়ে অভিনব পোস্ট অর্জুন কপূরের-


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অর্জুন কপূর। ছবিতে দেখা যাচ্ছে পায়ে হাই হিল জুতো পড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর আঙুল দিয়ে জুতোর দিকে ইঙ্গিত করছেন অভিনেতা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন নানা কথা। তিনি যে এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অত্যন্ত গর্ব অনুভব করেছেন, তা তাঁর পোস্টে ফুটে উঠেছে। 


আরও পড়ুন - Attack Twitter Review: জন আব্রাহামের 'অ্যাটাক' কেমন লাগল দর্শকদের? জানুন প্রতিক্রিয়া



প্রসঙ্গত, কিছুদিন আগেই মায়ের মৃত্যুদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু আবেগপ্রবণ কথা লেখেন অর্জুন কপূর। যা পড়ে চোখে জল এসে যায় নেট নাগরিকদের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের সঙ্গে ছোটবেলার একটা ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে অভিনেতা। আর দুজনেই হাত তুলে উপরে কিছু দেখাচ্ছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এমন একটা ছবি পোস্ট করে অর্জুন কপূর লিখেছেন, 'ওটাই সেই জায়গা মা যেখানে ফের আমাদের দেখা হবে। উপর থেকে তুমি আমাকে আর অংশুলাকে দেখছ। আমি তোমাকে খুব মিস করছি। তোমার সঙ্গে একবার দেখা হওয়ার জন্য, তোমার হাসি একবার দেখার জন্য, তোমার গলার স্বর একবার শুনতে পাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য অপেক্ষা করতে আর পারছি না। তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমার।'