এর আগে বিভিন্ন সূত্রের খবরে বলা হত যে, অর্জুনের সঙ্গে তাঁর বাবা বনি কপূরের দ্বিতীয় স্ত্রী শ্রীদেবী ও তাঁর দুই মেয়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন অংশুলার মতোই জাহ্নবি ও খুশির খেয়াল রাখেন। এ নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
অর্জুন বলেছেন, খুশি ও জাহ্নবির সঙ্গে যা হয়েছে, তাঁকেও কয়েক বছর আগে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। অর্জুন বলেছেন, খুশি ও জাহ্নবির সঙ্গে তিনি এমন সম্পর্ক চান, যা খুবই স্বতঃস্ফুর্ত, কোনও প্রচারের জন্য নয়।
অর্জুন বলেছেন, তিনি জানেন খুশি ও জাহ্নবি ভালো কিছুই করবে এবং তাদের সমস্ত সিদ্ধান্তের পাশে তিনি ও অংশুলা রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া এবং সময় কাটানো খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা।
অর্জুন বলেছেন, আমাদের জীবনে এমন কিছু ঘটে গিয়েছে, যে কারণে সবকিছু সামলে ওঠার সময় পাওয়া যায়নি। জীবনে এমন কিছু কঠিন ঘটনা ঘটেছে, তা যেন শত্রুরও না হয়।
অর্জুন বলেছেন, আমি ওই সময় পঞ্জাবে ছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি মাসি ও বোনকে ফোন করি। তখন যেটা ঠিক মনে হয়েছিল, সেটাই করেছিলাম। আমার মা থাকলে এটাই চাইত যে এমন সময়ে আমি বাবা ও পরিবারের পাশে থাকি। আমি যদি দায়িত্ববান দাদা ও ছেলে হতে পারি, তাহলে কেন তা করব না। আমার খুব ভালোই হয়েছে। আমি আরও দুই বোন পেয়েছি। বাবার সেবা করে সন্তোষ পাচ্ছি।