বিমানটি জলে পড়ে যাওয়ার পর যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতার কাটতে শুরু করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা অনেকগুলি নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করতে নেমে পড়েন। চলে আসে উদ্ধারকারী দলও।
প্যাসিফিক ডেইলি নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিমানটি ওয়েনো বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি চুক হ্রদে গিয়ে পড়ে। বিমানবন্দরের আধিকারিক জিম্মি এমিলিও এ কথা জানিয়েছেন।
জানা গেছে, বিমানে ৩৬ জন যাত্রী ও ১১ ক্রু সদস্য ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। তাঁরা কোনও আঘাত না পেলেও তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়।
জানা গেছে, পাপুয়া নিউ গিনির দুর্ঘটনা তদন্ত কমিশন দুর্ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে। এভাবে রানওয়ে থেকে বিমানটির হ্রদে পড়ে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।
ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন। ছবিগুলিতে স্থানীয়দের নৌকা নিয়ে ডুবন্ত বিমানের যাত্রীদের উদ্ধার করতে দেখা গিয়েছে। এয়ার নিউগিনি পাপুয়া নিউগিনির জাতীয় বিমান পরিবহন সংস্থা।