মুম্বই: ইদানীং সোশ্যাল মিডিয়ায় বড়ই অ্যাক্টিভ অর্জুন কপূর। বিশেষত মালাইকার তরফে কোনও পোষ্ট আপলোড হলেই অর্জুনের কমেন্ট অবধারিত। সম্প্রতি মালাইকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তাঁর একটি পলিটেল বাঁধার ছবি। সঙ্গে ক্যাপশন, কীভাবে ৫ ধাপে পনিটেল বাঁধতে হয়, জেনে নিন।
সঙ্গে সঙ্গে বার্তা আসে অর্জুনের তরফে। ৫ টা ছবি তোলা হয়ে গেল। এখনও পনিটেল বাঁধা হল না। কে তোমায় পনিটেল গুরু বলবে?
মালাইকাও মজা করে জবাব দেন ‘আচ্ছা’।



তার ঠিক আগেই একটি ছবি পোষ্ট করেন ভিকি কৌশল। ভিকির পোষ্টে অর্জুনের কমেন্ট, ‘লাভ’।





এরই মাঝে নিজের ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেন বনি-পুত্র। কীভাবে ছোট থেকে বাড়তি মেদ ঝরানোর জন্য কঠোর পরিশ্রম করেন তিনি, সেই কথা শেয়ার করেন টুইটারে। অর্জুন লিখেছেন বাড়তি ৫০ কেজি মেদ ঝরাতে তাঁর ৩ বছর সময় লেগে গিয়েছিল। আগামী ছবি ‘পাণিপথ’এর জন্য খুবই পরিশ্রম করছেন তিনি।