ম্যাঞ্চেস্টার: মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রী হারের সঙ্গে সঙ্গে এবার মাঠের বাইরে বিতর্কে জড়ালেন আফগান ক্রিকেটাররা। খবরে প্রকাশ, শহরের একটি রেস্তোরাঁয় ঝামেলায় জড়িয়ে পড়েন আফগান ক্রিকেটাররা। ঘটনার জেরে পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দিতে হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের রাতে কয়েকজন আফগান ক্রিকেটারর স্থানীয় রেস্তোরাঁয় যান। সেখানে কিছু উৎসুক মানুষ তাঁদের ছবি তুলতে শুরু করলে, আপত্তি জানান ক্রিকেটাররা। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে, এই ঘটনায় কোনও হাতাহাতির খবর মেলেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার, ইংল্যান্ডের কাছে ১৫০ রানে পরাজিত হয় আফগানিস্তান। প্রথম ব্যাটিং করে আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯৭ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে ২৪৭ রানেই শেষ হয়ে যায় আফগান লড়াই।
ইংল্যান্ড-ম্যাচের আগের রাতে রেস্তোরাঁয় ঝামেলায় জড়ান আফগান ক্রিকেটাররা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2019 10:23 AM (IST)
সোমবার অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের রাতে কয়েকজন আফগান ক্রিকেটারর স্থানীয় রেস্তোরাঁয় যান। সেখানে কিছু উৎসুক মানুষ তাঁদের ছবি তুলতে শুরু করলে, আপত্তি জানান ক্রিকেটাররা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -