অর্জুনের সব ছুটির ছবির মত এটিও সম্ভবত মালাইকারই তোলা- অন্তত ছবি দেখে তাই মনে হচ্ছে। ছবি পোস্ট করে অর্জুন ক্যাপশন দিয়েছেন, ট্রিমেন্ডাসলি টেকনিকালার টুডে!
অর্জুন-মালাইকা নিয়মিত বিদেশে ছুটি কাটান, তারপর সোশ্যাল মিডিয়ায় খুনসুটি করেন ছবির ক্রেডিট নিয়ে। তবে মালাইকার ছবি তোলার হাত বেশ ভাল, অর্জুনের কাকা সঞ্জয় কপূর তাঁকে বাড়ির ফটোগ্রাফার আখ্যা দিয়েছেন।