২০১৪-য় দেশের সর্বত্র সার্বিক পরিচ্ছন্নতা বাড়াতে, খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্মমূক্ত ভারত গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণ শুরু করে মোদি সরকার। সঙ্ঘ পরিবার অনুগামী এসজেএমের শীর্ষকর্তাটি ট্যুইট করে দাবি করেছেন, বিএমজেএফের অতীত অস্বচ্ছ, সমাজসেবার ছদ্মবেশে তারা ব্যবসা করে। নিজেদের ব্যবসার স্বার্থে তারা অনৈতিক, বেআইনি মেডিকেল পরীক্ষানিরীক্ষা করে বলেও একাধিক অভিযোগ রয়েছে। এসজেএম বরাবরই বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন ও ভারতের তাদের কার্যকলাপের কট্টর সমালোচক। তাদের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে নালিশও জানিয়েছে তারা। ‘সেবার আড়ালে ব্যবসা করে’! বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পুরস্কার নেবেন না, মোদিকে আবেদন সঙ্ঘ অনুমোদিত সংগঠনের
Web Desk, ABP Ananda | 03 Sep 2019 02:05 PM (IST)
এসজেএমের আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের বিষয়টি ভেবে দেখার আবেদন করে দাবি করেছেন, বিএমজেএফের বিরুদ্ধে নিজেদের ব্যাবসায়িক কাজকর্মের জন্য বেআইনি, অনৈতিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করে বলে বহু অভিযোগ উঠেছে।
নয়াদিল্লি: বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (বিএমজেএফ) থেকে পুরস্কার গ্রহণ না করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করল আরএসএসের আর্থিক বিষয় সংক্রান্ত শাখা স্বদেশী জাগরণ মঞ্চ (এসজেএম)। ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, চলতি মাসে মোদি মার্কিন সফরে এলে স্বচ্ছ ভারত কর্মসূচির জন্য তাঁকে পুরস্কৃত করবে তারা। এই প্রেক্ষাপটেই এসজেএমের বক্তব্য, বিএমজেএফের বিরুদ্ধে নানা মারাত্মক অভিযোগ আছে। সেবা, দান-খয়রাতির আড়ালে তারা ব্যবসা করে। মোদি যেন তাদের দেওয়া পুরস্কার না নেন। এসজেএমের আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের বিষয়টি ভেবে দেখার আবেদন করে দাবি করেছেন, বিএমজেএফের বিরুদ্ধে নিজেদের ব্যাবসায়িক কাজকর্মের জন্য বেআইনি, অনৈতিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চালানোর বহু অভিযোগ উঠেছে।