এসজেএমের আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের বিষয়টি ভেবে দেখার আবেদন করে দাবি করেছেন, বিএমজেএফের বিরুদ্ধে নিজেদের ব্যাবসায়িক কাজকর্মের জন্য বেআইনি, অনৈতিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চালানোর বহু অভিযোগ উঠেছে।
২০১৪-য় দেশের সর্বত্র সার্বিক পরিচ্ছন্নতা বাড়াতে, খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্মমূক্ত ভারত গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণ শুরু করে মোদি সরকার।
সঙ্ঘ পরিবার অনুগামী এসজেএমের শীর্ষকর্তাটি ট্যুইট করে দাবি করেছেন, বিএমজেএফের অতীত অস্বচ্ছ, সমাজসেবার ছদ্মবেশে তারা ব্যবসা করে। নিজেদের ব্যবসার স্বার্থে তারা অনৈতিক, বেআইনি মেডিকেল পরীক্ষানিরীক্ষা করে বলেও একাধিক অভিযোগ রয়েছে।
এসজেএম বরাবরই বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন ও ভারতের তাদের কার্যকলাপের কট্টর সমালোচক। তাদের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে নালিশও জানিয়েছে তারা।