ছবি প্লাস্টিক মুক্ত রাখার জন্য প্রযোজকের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন বরুণও। অনুরোধ করেছেন, তাঁর অন্য সহকর্মীরাও যেন এক পথ অনুসরণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার অনুরোধ করেন, বলেন, যেন চট ও কাপড়ের থলের ব্যবহার বাড়ান তাঁরা। এরপরেই কুলি নাম্বার ওয়ান টিমের এই উদ্যোগ।
কুলি নাম্বার ওয়ান পরিচালনা করছেন ডেভিড ধবন। বরুণ ছাড়া ছবিতে রয়েছেন সারা আলি খান ও পরেশ রাওয়াল। আগামী বছর ১ মে মুক্তি পাবে ছবিটি।