নয়াদিল্লি: কখনও তাঁদের প্রেমের কারণে, কখনও তাঁদের বিচ্ছেদের গুঞ্জনের কারণে, প্রায়ই শিরোনামে থাকেন অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)। যদিও এখনও সম্পর্কে চিড় ধরার পক্ষে কেউই মুখ খোলেননি কেউই। সম্প্রতি জন্মদিন পালন করেছেন অর্জুন। তারপরেই হঠাৎ এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। কীসের ইঙ্গিত অভিনেতার? (Break-Up Rumours)


বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুন কপূরের


বহুদিন ধরেই জল্পনা বিচ্ছেদ হয়েছে অর্জুন কপূর ও মালাইকা অরোরার। এই আবহে অভিনেতার একটি পোস্ট সেই জল্পনায় ঘি ঢেলেছে আরও। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন অর্জুন। তিনি লেখেন, 'অনুশোচনায় কষ্ট পাওয়ার চেয়ে শৃঙ্খলা থেকে কষ্ট  পাওয়া ভাল।' যন্ত্রণা, অনুশোচনার কথায় ফের তাঁদের বিচ্ছেদের জল্পনাই উস্কে উঠছে। 


গত ২৬ জুন জন্মদিন পালন করেন অর্জুন কপূর। ধুমধাম করে পার্টির আয়োজন হয়। ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুমহল এবং অবশ্যই পরিবারের লোকজন। তাঁর বোন অনশুলা কপূরও পোস্ট করেন। একগুচ্ছ ছবি ভিডিও পোস্ট করেন তাঁরাই। কিন্তু কোথাওই দেখা মেলেনি মালাইকা অরোরার। বলিউড ডিভার অনুপস্থিতিই তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে ঘৃতাহুতি করেছে। 




২০১৮ সালে ডেট করা শুরু করেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। এর আগেও শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন অর্জুন, যদিও তাতে নিজেরাই ফের পোস্ট করে জল ঢালেন। একসঙ্গে দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় হাজির হন তাঁরা।গাড়ি থেকে নেমে চুপচাপ ঢুকে যান রেস্তোরাঁয়। সেই সময়েই বুঝিয়ে দিয়ে যান, একসঙ্গেই রয়েছেন তাঁরা। কিন্তু এতে কিছুদিন থামলেও গুঞ্জন বেশ জোরালো আবার। এখনও অপেক্ষায় সকলেই, কী বলেন দুই তারকা নিজেরা সেটা শোনার। 


আরও পড়ুন: Shah Rukh Khan: দিতে পারেননি EMI, হারাতে হয় সাধের জিপসি গাড়ি, শাহরুখকে কী বলে সান্ত্বনা দেন জুহি?


এ যাবৎ কখনওই নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি অর্জুন কপূর বা মালাইকা অরোরা। বয়সের তফাত নিয়েও প্রায়ই ট্রোল হতেন তাঁরা। তবে সব সমালোচনা বারবারই তাঁদের সমীকরণের কাছে হার মেনেছে। তাঁদের ছবি, ভিডিওয় মজেছেন অনুরাগীরা।                                                            


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।