করোনা আক্রান্ত অর্জুন কপূর, রয়েছেন হোম কোয়ারান্টিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2020 03:25 PM (IST)
বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত অর্জুন কপূর। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি। আজই ইনস্টাগ্রামে নিজের সংক্রমণের কথা জানান অভিনেতা।
মুম্বই: বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত অর্জুন কপূর। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি। আজই ইনস্টাগ্রামে নিজের সংক্রমণের কথা জানান অভিনেতা। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, 'আমার উচিত সবাইকে জানানো যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে আছি। এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই আমার। সমর্থনের জন্য আগাম ধন্যবাদ। আমার শারীরিক অবস্থার খবর দেব। মানবিকতার ওপর ভরসা রাখি।' শেষ 'পাণিপথ' ছবিতে অভিনয় করেন অর্জুন কপূর।