সদ্য রবিবারই স্ত্রীর চিতাভষ্ম রামেশ্বরমের সমুদ্রে ভাসিয়েছেন বনি, সঙ্গে ছিলেন দুই মেয়ে। এরপরই অনশুলা একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, যতটাই অস্থির পরিস্থিতি হোক না কেন, বন্যফুল তার মাঝেই ফোটে, হাওয়া তাদের যেদিকেই নিয়ে যাক, তারা তাদের ঔজ্জ্বল্যে চারপাশ আলোকিত করে। জাহ্নবী-খুশিকে নিজের বোন বলে সম্মোধন করায়, অনশুলাকে যেমন প্রশংসা করেছে, তেমন অনেকেই বোন বলে সম্মোধন করার জন্যে তাজ্জবও হয়েছে। কারণ, কোনও এক সাক্ষাৎকারে অর্জুনই বলেছিলেন, জাহ্নবী-খুশি তঁদের কেউ নন। তাঁদের নিয়ে তাঁরা মাথাব্যথাও করেন না। প্রসঙগ্ত, বনি কপূরের প্রথমপক্ষের স্ত্রী মোনার সন্তান অর্জুন-অনশুলা।
তবে এধরনের ট্রোলের কড়া জবাব দিতেও দেরি করেননি অনশুলা। তাঁর কথায়, তাঁরা দুজন শুধুই তাঁদের বোন। কোনওরকমের হিংসার বাতাবরণকে যেন কোনওভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।