দুর্গাপুরও পুরুলিয়া: ত্রিপুরা জয়ের পর বাংলা দখলের কথা বলায় বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ওদের টার্গেট বাংলা হলে তৃণমূলের টার্গেট লালকেল্লা। এদিন ‘দিল্লি চলোর’ ডাকও দেন তৃণমূলনেত্রী।
ত্রিপুরা জয়ের পর থেকে বিজেপির সবার মুখে মুখে ঘুরছে একটাই নাম বাংলা। গত পরশু ত্রিপুরায় বিপুল জয়ের পর সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল দেওধর বলেন, মমতা নাম করেছিল কারণ সিপিএমকে হারিয়েছিল। আমরা ত্রিপুরায় কোয়ালিফাই রাউন্ডি জিতেছি। এবার বঙ্গ।
সোমবার, তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে করে দেখাও, তারপর বাংলার দিকে তাকাও। কোনওদিন বাংলা মাথা নত করে নি, করবে না। বাংলা সবাইকে পথ দেখায়। মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো দিল্লি চলো। আগামীতে বাংলা দেশ জয় করবে, বিশ্ব জয় করবে।
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, মানুষকে মানুষ তৈরি করতে হয়। ‘মানুষ গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা করা আমাদের কাজ নয়। বাংলায় রক্তের হোলি খেলতে দিই না। বাংলায় দাঙ্গা করতে দেব না। হামলা করলে সামলে নেব।
এপ্রসঙ্গে তিনি তৃণমূলের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। বলেন, আমাদের কাজ মানুষের পাশে থাকা। ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। কৃষিজমির খাজনা মকুব করে দিয়েছি। কৃষিজমি মিউটেশন করতে গেলেও পয়সা লাগবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার ২ টাকা কেজি দরে চাল, গম দেয়। এর জন্য সরকারকে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। রাজ্য সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়।
এদিন নাম না করে নীরব মোদী প্রসঙ্গ নিয়েও সুর চড়ান মমতা। বলেন, গরিব মানুষ ভাবত ব্যাঙ্কে টাকা অনেক নিরাপদ। গরিব মানুষের টাকা লুঠ করে নির্বাচনে বাজিমাত করবে, এসব চলবে না। গরিব মানুষকে কেনা যায় না। উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারাই আগামীতে ভারতবর্ষকে পথ দেখাবেন। বাংলা কিছু চায় না, বাংলা চায় দেশ ভাল থাকুক।
দিল্লি চলোর ডাক, বিজেপির টার্গেট বাংলা হলে তৃণমূলের লালকেল্লা: মমতা
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2018 05:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -