লকডাউন তো, কী করে বিয়ে হবে? মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে আর কী বললেন অর্জুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 11:35 AM (IST)
কথা বলতে বসেছিলেন দেশের কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো নিয়ে। সেখানেও অনুরাগীদের প্রশ্ন, মালাইকার মধ্যে কী এমন দেখলেন, যেটা আলাদা?
মুম্বই: লকডাউন বলে কি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করবেন না? দেশের কঠিন পরিস্থিতিকে সোশ্যাল মিডিয়াতেই ফ্যানেদের মুখোমুখি হলেন অভিনেতা অর্জুন কপূর। শুধু গপ্পো করাই উদ্দেশ্য নয়, সঙ্কটকালে ৩০০ জন পরিযায়ী শ্রমিকদের মুখ ভাত তুলে দিতে চান তিনি। সেই জন্য অনুরাগীদের সাহায্য নিয়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টা করলেন প্রিয় তারকা। অর্জুনের উদ্দেশ্য যা হোক না কেন, ঘুরেফিরে তারকার কাছে এল এক প্রশ্ন। মালাইকাকে বিয়ে করছেন কবে? আর অর্জুনের উত্তরও সেই গতে বাঁধা। “যখন বিয়ে করব নিশ্চয়ই বলব, এখন কোনও পরিকল্পনা নেই।” সেইসঙ্গে মজা করে বললেন, “আর এখন পরিকল্পনা করলেই হবেটা কীকরে” দেশজুড়ে চলছে লকডাউন। সারা দেশে বাতিল রাজনীতি-সামাজিক-ক্রীড়া-বিনোদনের অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা। সেই সঙ্গে অনেকেই বাতিল করেছেন বিয়ে। কারণ এই পরিস্থিতিতে বিয়ে সম্ভব কীভাবে! অর্জুনের জবাবেও তারই ইঙ্গিত। তাছাড়া বিয়ে নিয়ে লুকোছাপা কোনওদিনই করেননি, এখনও করবেন না, জবাব বনি-পুত্রের। কথা বলতে বসেছিলেন দেশের কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো নিয়ে। সেখানেও অনুরাগীদের প্রশ্ন, মালাইকার মধ্যে কী এমন দেখলেন, যেটা আলাদা? অর্জুন কিন্তু একটুও ধৈর্য না হারিয়ে উত্তর দিলেন, তাঁকে বোঝার ক্ষমতা ও ধৈর্য!