কলকাতা: ১৯৯৯-এর পরে ২০২১.. দুই সালের মধ্যের সময়টা নেহাত কম লম্বা নয়। উল্লেখ করা প্রথম সালে মুক্তি পেয়েছিল অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) প্রথম ছবি। প্রভাত রায় পরিচালিত 'তুমি এলে তাই'। সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তারপর 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchanjangha)। ২২ বছর পরে ফের রুপোলি পর্দায় জুটি বাঁধলেন তাঁরা।


আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়কে। কেমন ছিল ২২ বছর পরে রুপোলি পর্দায় ফের জুটি বাঁধার অভিজ্ঞতা? অর্পিতা বলছেন, 'অপু আমার প্রথম নায়ক। ১৯৯৯-এ মুক্তি পায় প্রভাত রায় পরিচালিত 'তুমি এলে তাই' ছবিটা। সেখানে আমায় বিপরীতে অভিনয় করেছিল শাশ্বত। তখন আমি আর ও দুজনেই নতুন নতুন কাজ করছি। ১৯৯৯-এর পরে আবার ২০২১.. 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং। ২২ বছরে আর কখনও পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ আসেনি। তবে হ্যাঁ, অপুর সঙ্গে অভিনয় করতে ভীষণ স্বচ্ছন্দবোধ করি আমি। এর মধ্যে বহুবার দেখা হয়েছে, আড্ডা হয়েছে। প্রথম কাজ করার সময় যে বন্ধুত্বটা তৈরি হয়ে যায় সেটা সহজে ভাঙার নয়।'


আরও পড়ুন: মুক্তির অপেক্ষায় 'সেদিন কুয়াশা ছিল', প্রকাশ্যে সায়ন্তনী গুহ ঠাকুরতার ফার্স্ট লুক


প্রথম অভিনয় থেকে শুরু করে দুজনেই টলিউডের প্রথম সারির সফল অভিনেতা অভিনেত্রী। অর্পিতা বলছেন, 'বলার অপেক্ষা রাখে না অপু একজন অসম্ভব ভালো অভিনেতা, আর সেটাই সবসময় আমায় ওর সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে। সহ অভিনেতা বা অভিনেত্রী হলে একটা চ্যালেঞ্জ কাজ করে ভালো অভিনয় করার। অপুর সঙ্গে সেটাই হয়। অপু আমার খুব ভালো বন্ধু কিন্তু অভিনেতা হিসেবে ওকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। এখন আমরা অনেক পরিণত হয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষই হয়। কিন্তু সেই সময়ে'


'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির চরিত্রটা কতটা প্রিয় অর্পিতার? অভিনেত্রী বললেন, 'সেটা ভেবে দেখার সময় হয় না। একজন অভিনেত্রী হিসেবে একটা চরিত্রেক ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার সবই করি।'