মুম্বই: সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে ট্রেন্ডিং 'অ্যারেস্ট জুবিন নটিয়াল' (Arrest Jubin Nautiyal)। আমেরিকায় কনসার্টের পরই 'রাত লম্বিয়া' গায়কের (Jubin Nautiyal) বিরুদ্ধে গ্রেফতারির দাবি তুললেন নেটিজেনদের একাংশ। কী কারণে জনপ্রিয় গায়কের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠল?
কেন জুবিন নটিয়ালের বিরুদ্ধে গ্রেফতারির দাবি তুললেন নেটিজেনরা?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউসটনে জুবিন নটিয়ানের কনসার্ট হওয়ার কথা। সেটির আয়োজক জয় সিংহ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে নির্বাসিত খলিস্তানির যোগাযোগ রয়েছে বলে দাবি তোলা হচ্ছে। শুধু তাই নয়, জয় সিংহ একজন পলাতক দুষ্কৃতীও বলে দাবি করা হচ্ছে। জুবিন নটিয়াল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের কনসার্টের কথা জানান। ফেসবুক পোস্টে তিনি অনুরাগীদের সঙ্গে সেকথা শেয়ার করে নেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে ট্রোলিং শুরু করেন নেটিজেনদের একাংশ।
জুবিন নটিয়ালকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলিং শুরু হতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর এক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহের ছবি। ওই আয়োজক জয় সিংহের সঙ্গে অরিজিৎ সিংহের (Arijit Singh) ছবি নিয়েও ট্রোল শুরু করেছেন নেটিজেনরা। যদিও এখনও পর্যন্ত জুবিন কিংবা অরিজিতের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন - Neetu Kapoor: 'ব্রহ্মাস্ত্র' দেখে রিভিউ দিলেন নীতু কপূর, ছেলের ছবি কেমন লাগল মায়ের?
বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, নেট দুনিয়ায় দাবি করা হচ্ছে যে, জুবিন নটিয়ালের আমেরিকার কনসার্টের আয়োজক জয় সিংহ গত ৩০ বছর ধরে পলাতক। চণ্ডীগড় পুলিশের পক্ষ থেকে তাকে ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় রাখা হয়েছে। ভিডিও পাইরেসি এবং মাদক পাচারের জন্য অভিযুক্ত জয় সিংহ। আদতে পঞ্জাবের বাসিন্দা ওই ব্যক্তি। কিন্তু পরবর্তীকালে সে আমেরিকা পালিয়ে যায়। এবং গত ৩০ বছর ধরে ক্যালিফোর্নিয়ায় বসবাস করে। জুবিন নটিয়ালের কনসার্টের কথা ঘোষণা হতেই আয়োজকের নাম নজর কাড়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে জনপ্রিয় গায়কের বিরুদ্ধেই গ্রেফতারির দাবি তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন - Neha Kakkar: অডিশনে এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করলেন নেহা কক্কর! কেন?