কলকাতা: 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে প্রভাসের অভিনয় নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। তিনি সেই সময় বলেছিলেন যে প্রভাসের অভিনয় সম্পূর্ণ 'জোকার'-এর মত লাগছে। আর আরশাদ ওয়ারসির এই কটাক্ষের জেরে তুমুল ট্রোলের (Arshad Warsi) মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অভিনেতা আরশাদ ওয়ারসি এই ট্রোল নিয়ে মুখ খুলেছেন এবং এই ধরনের নেতিবাচক কমেন্টের জন্য প্রাথমিকভাবে আহত হলেও এই মন্তব্য নিয়ে আর কিছু ভাবেন না তিনি। সমস্ত নেতিবাচক মন্তব্যকে এড়িয়েই চলেন তিনি। সংবাদসংস্থার সঙ্গে কথোপকথন (Bollywood News) চলাকালীন তিনি প্রথমবার জানান যে খ্যাতির খারাপ দিকটাও তিনি অভিজ্ঞতায় বুঝেছেন। তিনি এও জানান যে তারকা হওয়ার অন্যতম শর্তই হল নেতিবাচক মন্তব্য, সমালোচনাকে সঙ্গে নিয়ে চলা।
এক সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসি জানান, 'সত্যি কথা বলতে এই ঘটনা ঠিক আছে। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামত আছে। আপনি যদি একজন ইতিবাচক ব্যক্তি হন, তাহলে এই ধরনের বাজে মন্তব্য বা নেতিবাচক মন্তব্য আপনাকে অল্প হলেও আহত করবে। কিন্তু আমরা এমন এক জগতে বাস করি যেখানে আপনার দিকে তাক করে পাথর ছোঁড়া হবেই, তাই এগুলি আমার সয়ে গিয়েছে। আমাকে আর নতুন করে কিছু ভাবায় না।'
এই বিতর্ক শুরু হওয়ার পর তিনি কি নিজের ইনস্টাগ্রামে কমেন্টসের বিকল্প বন্ধ করে রেখেছিলেন ? এই প্রশ্ন করায় উত্তরে আরশাদ বলেন যে তিনি এই কাজ কীভাবে করতে হয় তাই জানেন না। ফলে এটা নিয়ে ভাবার অবকাশও তাঁর ছিল না। অভিনেতা কি এখন আগের থেকে অনেক বেশি সতর্ক জনসমক্ষে কিছু বলার ব্যাপারে ? এর উত্তরে খানিক মজার ছলেই অভিনেতা বলেন, 'অবশ্যই। এখন থেকে আমি যে ছবিই দেখব তাই ভাল ছবি। আর যে যে অভিনেতারা আমারে দুনিয়ায় কাজ করছেন তারা প্রত্যেকেই ভাল অভিনেতা। বাকি জীবনটা প্রতিটি অভিনেতাকে ভালবেসেই কাটিয়ে দেব।' তিনি এও জানান যে অনেক সময়েই মানুষজন নিজের পরিকল্পনামাফিক বিতর্ক তৈরি করেন কনটেন্ট তৈরি করার জন্য, কিন্তু কেউ তাদের আউটকাম বা বিতর্ক আগে থেকে এভাবে পরিকল্পনা করে রাখতে পারে না। ফলে সেই বিতর্কও কোনো ছবির প্রচারমূলক ছিল না।
আরও পড়ুন: Drashti Dhami: অপেক্ষার অবসান..মা হলেন দৃষ্টি ধামী, কোলে এল কন্যাসন্তান