মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আজ মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বলিউড অভিনেতা অনুপম খেরের এই ছবি পরিচালনা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ভিন্ন স্বাদের, ভিন্ন বিষয়ের উপর তৈরি 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার জন্য উচ্ছ্বসিত ছিলেন দর্শকেরা। ছবি মুক্তি পাওয়ার আগে ট্রেলার দেখে এমনটাই প্রতিক্রিয়া ছিল নেট দুনিয়ায়। অবশেষে আজ মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবি দেখে নেট মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন দর্শকেরা।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবি দেখে বেশিরভাগ নেট নাগরিকই ইতিবাচক প্রতিক্রিয়া দিলেন। এক নেট নাগরিক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'দীর্ঘক্ষণ ধরে এই ছবি যেন তাড়া করে বেরিয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণার যে দিক ছবিতে তুলে ধরা হয়েছে, তা আগে কল্পনাও করতে পারিনি। বিবেক অগ্নিহোত্রী আপনি সত্যিই অসাধারণ ছবি তৈরি করেছেন। দর্শন কুমার, আপনার জন্য গর্ববোধ হচ্ছে। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রত্যেককে অনেক অভিনন্দন। প্রত্যেকের এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখা উচিত।' আরও এক নেট নাগরিক ছবি দেখে প্রতিক্রিয়ায় লেখেন, 'প্রত্যেকের 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত। শুধু একা নয়, পরিবারের ছোট থেকে বড় সদস্য, প্রত্যেকের সঙ্গে গিয়ে দেখুন। প্রত্যেকের জানা দরকার ১৯৮৯-৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল।' শুধু সাধারণ নেট নাগরিকরাই নন, প্রতিক্রিয়া দিয়েছেন তারকারাও। অদিতি রাভাল প্রতিক্রিয়ায় লিখেছেন, 'বহু মানুষ আমাকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমি পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে এমন একটা ছবি তৈরি করার জন্য প্রশংসা করব।'
আরও পড়ুন - Pawandeep-Arunita Updates: আইনি সমস্যায় 'ইন্ডিয়ান আইডল ১২' খ্যাত পবণদীপ-অরুণিতা
প্রসঙ্গত, গত ৪ মার্চ ট্যুইটারে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর একটি পোস্ট করেন। এক ট্যুইটার ব্যবহারকারী কপিল শর্মাকে ট্যাগ করে লেখেন, 'কাশ্মীর ফাইলস ছবির প্রচার আপনার শোয়ে দেখতে চাইব।' সেই ট্যুইটের উত্তরে পরিচালক লেখেন, 'ওরা (দ্য কাশ্মীর ফাইলস) আমাদের অনুষ্ঠানে ডাকতে অস্বীকার করেছে কারণ আমাদের কোনও বড় তারকা অভিনেতা নেই।' পরিচালকের এমন বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় কপিল শর্মা ট্রোলের শিকার হন। এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, 'কাশ্মীর ফাইলসকে প্রচার করতে কেন ভয় পাচ্ছেন কপিল? কীসের এত ভয় ছিল যে বিবেক অগ্নিহোত্রী ও তাঁর ছবির স্টারকাস্টকে নিজের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাননি? আপনার বড় ভক্ত ছিলাম, কিন্তু আপনি আমাকে ও লক্ষ লক্ষ টিকেএসএস ভক্তকে হতাশ করেছেন। আপনাকে বয়কট করছি।' পরিচালকের তোলা অভিযোগের উত্তরে কপিল শর্মা লেখেন, 'রাঠৌর সাহেব এসব সত্য নয়। আপনি জিজ্ঞেস করলেন তাই বলছি। বাকি যাঁরা এটাই সত্যি মেনে নিয়েছেন তাঁদের বিশ্লেষণ করে কী লাভ! একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসাবে শুধু একটি পরামর্শ - আজকের সোশ্যাল মিডিয়ার জগতে কখনও একতরফা গল্পে বিশ্বাস করবেন না।'