মুম্বই: বম্বে হাইকোর্টের জামিনের শর্ত অনুযায়ী, আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। শাহরুখের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তিনি মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যান। ক্রুজে মাদককাণ্ডে শাহরুখ পুত্রকে গত ৩ অক্টোবর গ্রেফতার করেছিল এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। 


মাদক-মামলায় জামিনের দু’দিন পর, ৩০ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আঠাশ দিন পর 'মন্নত'-এ ফেরেন শাহরুখ খানের বড় ছেলে। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার সময় দেওয়া হয় সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে। আজ সেই মতো হাজিরা দিলেন আরিয়ান।  


জামিন পেলেও আরিয়ান খানের ওপর নিম্নলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (The following Conditions apply to Aryan even after his release):


১. তদন্তকারী অফিসারকে না জানিয়ে আরিয়ান খান মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না।
২. তাকে প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।
৩. অন্য কোনও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না।
৪. তদন্ত সম্পর্কিত কোনও তথ্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে শেয়ার করা যাবে না।
৫. বিশেষ NDPS আদালতের কাছে আরিয়ানকে তার পাসপোর্ট জমা রাখতে হবে।
৬. আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না।


যদি কোনও শর্ত লঙ্ঘন করা হয়, তাহলে এনসিবি বিশেষ বিচারকের কাছে আবেদন করতে পারবে। 


আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: বাবার জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা শাহরুখ-কন্যা সুহানা খানের


২৮ দিন পর আর্থার রোড জেল থেকে বাড়ি ফেরেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি তিনি। এদিন এনসিবি দফতরে হাজিরা দিতে এসেও কোনও কথা বলেননি তিনি। যদিও বাড়ি ফিরে কেবল বদলে ফেলেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার কিছুটা অংশ। বাড়ি ফিরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার মুছে দিয়েছিলেন আরিয়ান খান। মুছে দেন তাঁর পুরনো ছবির সমস্ত কমেন্টও।