মুম্বই: গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর জামিন পাওয়ার জন্য চলেছে দীর্ঘ আইনি লড়াই। নিম্ন আদালতে যখন কিছুতেই আরিয়ান খানের জামিনের আর্জি মঞ্জুর হচ্ছিল না, তখন বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে যান আরিয়ানের আইনজীবীরা। এবং বম্বে হাইকোর্ট শাহরুখ পুত্রের জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ছাড়াও জামিন মঞ্জুরের অন্যতম শর্ত হিসেবে ছিল, প্রতি সপ্তাহের শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে। তেমনই প্রতি সপ্তাহে এনসিবি অফিসে হাজিরা দিচ্ছিলেন আরিয়ান। কিন্তু ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি। কেন?
আরও পড়ুন - Katrina Wedding Ring: হিরে বসানো মঙ্গলসূত্রে চোখ আটকে গিয়েছে? ক্যাটরিনার বাগদানের আংটির দাম জানা আছে?
জানা যাচ্ছে, জামিন পাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিচ্ছিলেন আরিয়ান খান। এদিন তিনি বম্বে হাইকোর্টে আবেদন করেন, যাতে প্রতি সপ্তাহের হাজিরাতে পরিবর্তন করা যায়। সূত্রের খবর, প্রতি শুক্রবার যাতে তাঁকে এনসিবি অফিসে হাজিরা না দিতে হয়, সেই আবেদন নিয়ে ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। শাহরুখ পুত্রের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি থাকতে পারে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মাদক কান্ডে আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন, কোনও প্রসঙ্গেই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খানকে। বলিউড সুপারস্টারের এই আচরনের প্রশংসা করেছেন বহু বিশিষ্টরা। আরিয়ানের গ্রেফতারিতে নিজের সমস্ত ছবির শ্যুটিংয়ের কাজও স্থগিত করে দেন বাদশা। শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের ছবির শ্যুটিংয়ে ফিরবেন তিনি। তাঁর হাতে রয়েছে 'পাঠান' ছবির কাজ। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে দেখা যেতে চলেছেন শাহরুখ খানকে।