ঝিলম করঞ্জাই, কলকাতা: দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনার (Coronavirus) সংক্রমণ, তার ওপর ভয় দেখাচ্ছে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট। শৈলশহর দার্জিলিঙে (Darjeeling) এখনো বিপদ সীমার ওপরে রয়েছে করোনা সংক্রমণ। যা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে (West Bengal)। এদিকে,স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এরই মধ্যে রাজ্যে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক সন্দেহভাজনের হদিশ মিলল। ওই ১৮ বছরের তরুণী ব্রিটেন (Britain) থেকে কলকাতায় এসেছেন।    


বিমানবন্দরে Rapid Pcr Test এ দেখা যায়, তিনি কোভিড পজিটিভ। বেসরকারি হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্ত বলে সন্দেহ জোরদার। আলিপুরের বাসিন্দা ওই তরুণীর বিমানবন্দরে কোভিড ধরা পড়ার পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।  


এরপর স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুক্রবার তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। এখানে ভর্তি হয়েছেন। স্থিতিশীল আছেন। নমুনা কল্যাণীতে পাঠানো হচ্ছে , তিন চারদিনে রিপোর্ট পাওয়া যাবে। স্বাস্ত্য দফতরও খবর রাখছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে ৩-৪ দিন লাগবে। তবে এদিন প্রাথমিক পরীক্ষায় ওই রোগিণী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, এমন সম্ভাবনা জোরদার হয়েছে। 


আরও পড়ুন, অন্ধকারে মগ ডালে কে ও? কার আওয়াজ?  আলো ফেলতেই হুলুস্থুলু


রাজ্যে যখন ওমিক্রন ভ্যরিয়েন্টের ছায়া, তখন করোনা সংক্রমণের হার নিয়েও উদ্বেগ বাড়িয়েছে সেন্টিনেল সার্ভের রিপোর্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে স্বাস্থ্য দফতর প্রতি মাসে ২টি করে সেন্টিনেল সার্ভে করে। অষ্টম ও নবম রাউন্ডের সার্ভে দেখে চিন্তিত স্বাস্থ্যকর্তারা।  নভেম্বরের মাঝামাঝি দার্জিলিঙে কোভিড সংক্রমণের হার ৩ দশমিক ৮২ শতাংশ। যা বিপজ্জনক সীমার থেকে বেশি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিঙে কোভিড সংক্রমণের হার প্রায় একই রয়েছে। ৩ দশমিক ৭১ শতাংশ। 


অন্যান্য জেলাও যে চিন্তা কমিয়েছে এমনটা নয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সেন্টিনেল সার্ভে-তে দেখা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি ১০টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২ দশমিক ৯৯ শতাংশ। 
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২ দশমিক ৯৯ শতাংশ।  


সবমিলিয়ে, একদিকে করোনা সংক্রমণের হার, অন্যদিকে কলকাতায় ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের।