মুম্বই: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিল আজ মুম্বইয়ের এনডিপিএসের বিশেষ আদালত। একই সঙ্গে জামিনের আবেদন খারিজ করা হল আরিয়ান খানের সঙ্গে গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও।


এর আগেও একাধিকবার আরিয়ান খানের জামিনের আবেদন হয় খারিজ  করে দেওয়া হয়েছে বা শুনানি স্থগিত রাখা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর আজও এনডিপিএসের বিশেষ আদালত আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করেছে। 


 






গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএস আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল, আরিয়ান নিয়মিতভাবে মাদকাসক্ত। আরিয়ানকে ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় গ্রেফতার করেছিল এনসিবি।


গত ৩ অক্টোবর এনসিবি আরিয়ানকে গ্রেফতার করেছিল। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্ট অ্যাক্ট (এনডিপিএস) মামলায় বিশেষ বিচারক বিবি পাটিলের এজলাশে আরিয়ান সহ অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিনের আর্জি জানিয়েছেন। আবেদনের শুনানিতে এনসিবি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অনিল সিংহ দাবি করেন, গত কয়েক বছরে আরিয়ান মাদক পদার্থ সেবন করেন, এমন প্রমাণ রয়েছে। এছাড়াও হোয়াটস্যাপ চ্যাটের উল্লেখ করে মাদক চক্রে তাঁর সামিল থাকার দাবিও করেছেন এএসজি। 


আদালতের রায়ের আগে আজ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বড়সড় তথ্য সামনে এসেছিল বলে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপে চ্যাটে মাদক সংক্রান্ত কথোপকথন মিলেছে বলে দাবি এনসিবি-র। ক্রুজ ড্রাগ পার্টি মামলায় আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি অভিনেত্রীর চ্যাট এনসিবি হাতে পেয়েছে বলে দাবি। চ্যাটে মাদক সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়। আদালতে শুনানি চলাকালীন আদালতে পেশ হওয়া চ্যাটগুলির মধ্যে ছিল আরিয়ানের সঙ্গে ওই অভিনেত্রীর চ্যাটও।