মুম্বই: মাদক মামলায় ফের খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। আবেদন খারিজ করল মুম্বইয়ের কিলা কোর্ট। ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলে থাকতে হবে আরিয়ানকে। শাহরুখ পুত্রের সঙ্গে খারিজ হয়েছে আরবাজ, মুনমুন ধামেচার জামিনের আর্জিও।


ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে তা বিলম্ব হবে বলেই সূত্রের খবর। মাদককাণ্ডে ধৃত শাহরুখপুত্র-সহ ধৃত আটজনের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। গতকাল বিকেলে ধৃতদের আদালতে তোলা হয়।             


গত ২  অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,আরবাজ মার্চেন্ট,মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএম-র মতো মাদক। 


অন্যদিকে আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি শাহরুখ পুত্রকে সমর্থন করে লেখেন, ''কোন উঠতি বয়সী মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না? খবরের নাম করে এবার ওকে রেহাই দাও। আর কমবয়সী ছেলেটিকে বাড়ি যেতে দাও। কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখনই আমি 'পট' নিয়েছি এবং পরে 'আন্দোলন' ছবির শ্যুটিংয়ের সময় দিব্যা ভারতীর সঙ্গেও 'পট' নিয়েছি। এবং তার জন্য আমার কোনও অনুশোচনা নেই। কোনও কারণ ছাড়াই একটা কমবয়সী ছেলেকে কষ্ট দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থায় কেন খুনি এবং ধর্ষকদের এভাবে ধরা হয় না? তার পরিবর্তে এসব...।'' তিনি আরও বলেছেন, 'আমেরিকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ১৯৭১ সাল থেকে। কিন্তু আজকের দিনে ৫০ বছর পরও যেই মাদক নিতে চাইবে, তার কাছেই সহজলভ্য। আমার আন্তরিক শুভেচ্ছা শাহরুখ এবং গৌরীর জন্য। ওদের পাশে আছি। ওদের জন্য প্রার্থনা করছি। আরিয়ান, তোমায় বলতে চাই, তুমি এমন কিছু ভুল করোনি। বিচার ঠিক হবে।'