কলকাতা: হাসপাতালে নিজের ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ। পিছনে স্লোগান দিতে দিতে তাড়া করছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের হাত থেকে বাঁচতে রাজা বীরেন্দ্র স্ট্রিটে ঢুকে পড়েন অধ্যক্ষ। সেখানেও পৌঁছে যান পড়ুয়ারা। শেষপর্যন্ত উল্টোডাঙা ট্রাফিক গার্ড অধ্যক্ষকে উদ্ধার করে। প্রায় ২০ মিনিট ধরে চলে টানাপোড়েন। রবিবার ভোরে নাটকীয় ঘটনার সাক্ষী থাকল আরজি কর হাসপাতাল চত্বর। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ছাড়াও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পাঁচদিন ধরে অনশন-আন্দোলন করছেন আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়ারা। গতকাল সকাল ১১টা থেকে তাঁরা অধ্যক্ষ ও সুপারকে ঘেরাও করে রাখেন। ভোর ৫টা নাগাদ অধ্যক্ষ তাঁর ঘর থেকে বেরিয়ে ছুটতে শুরু করায় তাঁকে তাড়া করেন পড়ুয়ারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের একাংশের এই টানাপোড়েন কবে মিটবে, তার উত্তর মেলেনি।


গতকালই, অধ্যক্ষের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একটি ভিডিও দেখিয়ে, পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন অধ্যক্ষ। আর তা ঘিরে, শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত চিকিত্সক পড়ুয়ারা। এরইমধ্যে কর্মবিরতির ডাক দেন, ইন্টার্ন ও হাউস স্টাফদের একাংশ। তার জেরে, হাসপাতালে চিকিত্সা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


অধ্যক্ষের ইস্তফা, পরিকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলনে অনড় আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। গতকাল অসুস্থ হয়ে পড়েন আরও ৬ পড়ুয়া। আন্দোলনস্থলেই তাঁদের স্যালাইন দিতে হচ্ছে। এরইমধ্যে পড়ুয়াদের একাংশের অভিযোগ, তাঁদের বাড়িতে গিয়ে অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করছে পুলিশ। যাতে, তাঁরা সন্তানদের আন্দোলন তুলে নিতে বলেন। শুধু তাই নয়, অভিভাবকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আর এ সব কিছুতেই নাকি ইন্ধন দিচ্ছেন অধ্যক্ষ।


গতকাল, হাসপাতালের আন্দোলনরত পড়ুয়া বলেন, বাড়িতে পুলিশ গেছে। হুমকি দিয়েছে। অসুস্থ মা-বাবা। এতে আরও আতঙ্ক তৈরি হচ্ছে।  আর এনিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে, তিনি চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় বিক্ষোভ। এদিকে, ইন্টার্ন ও হাউস স্টাফদের একাংশ, আন্দোলনের সমর্থনে কর্মবিরতির ডাক দিলেও, জরুরি পরিষেবা ও ট্রমা সেন্টারে পরিষেবা চালানো হবে বলে জানানো হয়েছে।  কলেজ কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের অনেক দাবি দাওয়াই মেনে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত কলেজ কাউন্সিল। আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশের আন্দোলনকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।


আরও পড়ুন: পুজোয় খোলা রেস্তোরাঁ, পানশালা; কোভিড বিধিনিষেধ আরও কিছুটা শিথিল রাজ্যে