মুম্বই: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে উল্লেখ, আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। কাঠগড়ায় তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।


৮ মাসে আগে আরব সাগরের তীরে তোলপাড় ফেলে দেওয়া ক্রুজ কর্ডেলিয়া মাদক মামলায় শেষপর্যন্ত ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পেল না অন্তর্গত নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। মাদক-যোগের অভিযোগে শাহরুখ-পুত্রকে যে NCB গ্রেফতার করেছিল, সেই এনসিবির চার্জশিটেই ক্লিনচিট দেওয়া হয়েছে আরিয়ান খানকে। আর তাতেই বিপাকে পড়েছেন এনসিবির তৎকালীন তদন্তকালীন অফিসার সমীর ওয়াংখেড়ে!


এনসিবির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শাহরুখ খানের ছেলে আরিয়ান ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কিনেছিলেন কিংবা মাদক পাচার করেছিলেন, এমন কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান মাদক সেবন করেছিলেন কি না, সে তথ্যও মেলেনি! কারণ, ধরা পড়ার পরে তাঁর মেডিক্যাল টেস্টই করাননি এনসিবির তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।


মুম্বইয়ের কর্ডেলিয়া প্রমোদতরীতে হানা দিয়ে মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয় আরিয়ানকে। মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে NDPS আইনের ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজ হয় শাহরুখ খানের বড় ছেলের।


আরও পড়ুন: Deepika Padukone: 'স্কুলে পড়ানোর আগেই মা বুঝিয়েছিলেন সবটা' নিজের 'পিরিয়ড স্টোরি' নিয়ে অকপট দীপিকা


কিন্তু, ৮ মাস পরে NCB’রই চার্জশিটেই আরিয়ানকে ক্লিনচিট দেওয়ার পরে ফের প্রশ্ন উঠছে, তবে কি শাহরুখ খানের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল? সত্যিই তা হয়ে থাকলে কারণ কী? কারা যুক্ত ছিল ষড়যন্ত্রে? যাঁর নেতৃত্বে NCB’র যে টিম ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডের তদন্ত করছিল, সেই সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। ক্রুড কর্ডেলিয়াকাণ্ডে তদন্তে গাফিলতির তত্ত্বে মান্যতা দিয়েছে NCB’র বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট। আরিয়ান খানের গ্রেফতারির পরই NCP নেতা নবাব মালিক অভিযোগ করেন, শাহরুখ-পুত্রকে পরিকল্পনামাফিক ফাঁসানো হচ্ছে। এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এই ইস্যুতে রাজনৈতিক তরজায় সরগরম হয়ে ওঠে বাণিজ্য নগরী।


বিস্তর বিতর্কের পরে গত বছর ৬ নভেম্বর সমীর ওয়াংখেড়ের হাত থেকে তদন্তভার নিয়ে নেয় এনসিবি গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, সিট-এর রিপোর্টে NCB’র টিমের তদন্তে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।