ভাস্কর ঘোষ, হাওড়া: রাস্তার উপর পড়ে রয়েছে একটি মানিব্যাগ (Money Bag)। তার মধ্যে রয়েছে বেশ কিছু টাকা এবং মূল্যবান কাগজপত্র। মানিব্যাগটি চোখে পড়েছে এক দরিত্র রিক্সাচালকের (Rikshaw Driver)। যাঁর রিক্সা চালিয়ে যা উপার্জন হয়, তাতেই দিন গুজরান করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে সংসার চালান। কিন্তু অতগুলো টাকাসহ মানিব্যাগ পড়ে থাকতে দেখেও প্রলোভিত হলেন না তিনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মালিককে ফিরিয়ে দিলেন মানিব্যাগ।


মানিব্যাগ ফেরালেন রিক্সা চালক-


জানা গিয়েছে, হাওড়ার (Howrah) বালির বছর ষাটের প্রৌঢ় রিক্সাচালক কৃষ্ণ বাহাদুর নেপালি। প্রতিদিন রক্ত-ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করেন, তা দিয়েই দিন গুজরান করেন। এমন এক হতদরিদ্র রিক্সাচালক আজ সকালে হঠাৎই দেখেন রাস্তার উপর পড়ে রয়েছে একটি মানিব্য়াগ। সেটি তুলে দেখেন, তার মধ্যে রয়েছে বেশ কিছু টাকা এবং অনেক কাগজ। এমন পরিস্থিতিতে দারিদ্রতার কথা মাথায় না এনে তিনি ওই টাকার ব্যাগ নিয়ে সোজা চলে যান বালি ট্রাফিক পুলিশের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশদের। তাঁদের কাছে গোটা বিষয়টা খুলে বলেন। পুলিশ মানিব্যাগ ঘেঁটে দেখেন। ভিতর থেকে ব্যাগের মালিকের পরিচয় জানতে পারেন তাঁরা। ফোন যায় মানিব্যাগের মালিকের কাছে।


আরও পড়ুন - Howrah News: ২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার এক


পুলিশের কাছ থেকে ফোন পেয়েই দ্রুত হুগলির চণ্ডীতলা থেকে বালি আসেন মানিব্যাগের মালিক সোমনাথ সাঁতরা। তাঁর হাতে ব্যাগ তুলে দেওয়ায় তিনি কার্যত অবাক হয়ে যান রিক্সাচালকের সততায়। আজকের দিনেও যে এমন সততার নজির দেখা যায়, তা দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক। মানিব্যাগ ফিরে পেয়ে পুরস্কারস্বরূপ দরিত্র রিক্সাচালকের হাতে কিছু টাকা তুলে দিতে চান যুবক। অনেক আপত্তি করার পর তিনি তা গ্রহণ করেন। অতগুলো টাকা পেয়েও কেন তিনি নেননি? উত্তরে দরিত্র রিক্সাচালক জানান যে, তাঁর ওইভাবে পাওয়া টাকার দরকার নেই। তিনি খেটে খেতে চান। রিক্সাচালকের কথায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে সকলের।