মুম্বই: ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে শাহরুখ-পুত্রকে জেল হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু। সকালে ধৃত আরিয়ান খান-সহ ৮ জনের RT-PCR টেস্ট করা হয়। এরপর আর্থার রোড জেলে রাখা হবে মাদককাণ্ডে ধৃত ৮ জনকে।                     


প্রসঙ্গত, ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে তা বিলম্ব হবে বলেই সূত্রের খবর। মাদককাণ্ডে ধৃত শাহরুখপুত্র-সহ ধৃত আটজনের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। গতকাল বিকেলে ধৃতদের আদালতে তোলা হয়।             





গত ২  অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,আরবাজ মার্চেন্ট,মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএম-র মতো মাদক। 


আরও পড়ুন, আরিয়ানের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন শাহরুখ, ছেলের জন্য বার্গার নিয়ে ছুটলেন গৌরি খান


এদিকে, আটকের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় একাধিকবার কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখ খান-পুত্র আরিয়ান। সূত্রের খবর, ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে এনসিবির কাছে অনুমতি চেয়েছে শাহরুখ খান। যদিও সেই অনুমোদন মিলেছে কি না তা এখনও জানা যায়নি। ছেলের স্বাস্থ্যের অবস্থা শুনে লকআপে বার্গার নিয়ে আসেন মা গৌরি খান। যদিও এনসিবি অফিসাররা সুরক্ষার খাতিরে তা ভিতরে নিয়ে যেতে দেয়নি। সম্প্রতি পরিচালক সুভাষ ঘাই মাদক বিরোধী লড়াই নিয়ে একটি পুরনো ছবি কু-অ্যাপে পোস্ট করেছিলেন। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের। 




 





মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে অরিয়ানের গ্রেফতারি নিয়ে, গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে। এই প্রেক্ষাপটে দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।