কলকাতা: সোশ্যাল মিডিয়া আবেগে ভাসছে, বাবা আর ছেলের টুকরো টুকরো মুহূর্ত দেখে। এই টুকরো টুকরো মুহূর্তগুলি তৈরি হল যাঁদের মধ্যে, তাঁদের মধ্যে একজন হলেন, বলিউডে বাদশা। আরেকজন.. অবশ্যই বাদশা পুত্র। প্রথমবার মঞ্চে উঠলেন, নিজের বক্তব্য রাখলেন, আরিয়ান খান (Aryan Khan)। আর সর্বক্ষণ ছেলেকে ঘিরে রইলেন গর্বিত বাবা। শাহরুখ খান (Shah Rukh Khan)। আরিয়ান খানের আসন্ন কাজের ঝলক নিয়ে ইতিমধ্যেই হইচই। পরিচালনায় পা রাখছেন আরিয়ান, পাশাপাশি করছেন অভিনয় ও। এর আগেও অবশ্য সিরিজে অভিনয় করেছেন আরিয়ান। তবে এই প্রথমবার পরিচালনায় পা রাখছেন তিনি। 

আরিয়ানের নতুন সিরিজটি প্রযোজনা করছেন, গৌরী খান। সেই কারণে এদিন ৩ জনেই উপস্থিত ছিলেন মঞ্চে। ৩ জনের পরণেই কালো পোশাক। শাহরুখ চিরকালই সুবক্তা, নিজের রসবোধের জন্য বিখ্যাত। আর আরিয়ান এদিন প্রথমবার মঞ্চে পা রেখেও যেন মনে করালেন সেই শাহরুখ খানকেই। এদিন আরিয়ান বলেন, 'আমি এই প্রথমবার আপনাদের সবার সামনে মঞ্চে আসছি। আমি ভীষণ নার্ভাস। ২ দিন আর ৩ রাত ধরে আমি বার বার এই বক্তৃতাটা অনুশীলন করে যাচ্ছি। আমি এতটাই নার্ভাস যে আমি টেলিপ্রম্পটারেও বক্তৃতাটা লিখিয়ে দিয়েছি। তারপরেও, যদি এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আমি বক্তৃতাটা কাগজে লিখে নিয়ে এসেছি। সঙ্গে একটা চর্ট ও নিয়ে এসেছি। আর তারপরেও যদি আমার কিছু ভুল হয়, তাহলে বাবা রয়েছে তো!' এখানেই দেখা যায়, মঞ্চে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তাঁর পিঠে একটি কাগজে লেখা রয়েছে বক্তৃতাটা। দর্শকাসন উচ্ছ্বাসে ফেটে পড়ে এই মজার দৃশ্য দেখে।

এরপরে শাহরুখ পুত্র বলেন, 'আর এই সমস্ত কিছুর পরেও যদি আমি কিছু ভুল বলে ফেলি, আমায় ক্ষমা করে দেবেন।' এদিন আরিয়ান যেন বারে বারেই মনে করিয়ে দিচ্ছিলেন শাহরুখকেই। তাঁর কথা বলার ধাঁচ থেকে শুরু করে রসবোধ.. এই সমস্ত কিছুর মধ্যে যেন আরেক শাহরুখকে দেখছিলেন দর্শক। আর শাহরুখ যে ছেলের কাজে কতটা গর্বিত, এদিন সেই প্রমাণও যেন পাওয়া যাচ্ছিল কিং খানের চোখে মুখে।