নয়াদিল্লি: কিছুদিন ধরেই শিরোনামে জায়গা করে রেখেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। সৌজন্য তাঁর নতুন বাণিজ্যিক সংস্থার সূচনা। গত ৩০ এপ্রিল আরিয়ান খান লঞ্চ করেছেন তাঁর লাক্সারি স্ট্রিটওয়্যার (Luxury Streetwear) ব্র্যান্ড, 'ডিয়্যাভল এক্স'। কালেকশন কেনার জন্য ওয়েবসাইটে লঞ্চ হতেই প্রথম নজর কাড়ে জামাকাপড়ের আকাশছোঁয়া দাম। কিন্তু তা সত্ত্বেও 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x) যে সম্পূর্ণ 'সোল্ড আউট' (Sold Out)।
কয়েক ঘণ্টার মধ্যেই 'সোল্ড আউট'
৩০ এপ্রিল লঞ্চ হয় 'ডিয়্যাভল এক্স'-এর লাক্সারি স্ট্রিটওয়্যার। পোশাকের দাম কেমন তা জানতে যাঁরাই ওয়েবসাইটে ঢুঁ মেরেছেন, সকলেই চোখ কপালে তুলেছেন। আরিয়ানের সংস্থায় যে টি-শার্ট বিক্রি হচ্ছে, তার দাম শুরু হয়েছে ২৪ হাজার টাকা থেকে। এরপরে রয়েছে ২৪ হাজারের ওপর বিভিন্ন দামের টি শার্ট। হুডির দাম শুরু হচ্ছে সর্বনিম্ন ৪৫ হাজার টাকা থেকে। 'ডিয়্যাভল এক্স'-এর জ্যাকেটের দাম সর্বনিম্ন ২ লাখ টাকা। ফলে নেটিজেনদের কটাক্ষের শিকার হয় এই সংস্থা। তা সত্ত্বেও ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে। 'প্রচণ্ডভাবে দামি' সমস্ত পণ্যই বিক্রি হয়ে যাওয়ার খবর শেয়ার করেছেন কিং খান স্বয়ং। ফলে অনেকেই যে এই দামের তোয়াক্কা করেননি তা বলাই বাহুল্য।
লাক্সারি স্ট্রিটওয়্যারের কালেকশন ড্রপ করার পর আরিয়ান ইনস্টাগ্রামে লেখেন, 'এই সফরের জন্য ধন্যবাদ। আমাদের সব পণ্য বিক্রি হয়ে গেছে। পরেরটার জন্য সঙ্গে থাকুন।' আরিয়ানের সেই পোস্টই নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন শাহরুখ। ব্র্যান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়, 'আমাদের প্রযুক্তিগত সমস্যাগুলি ঠিক করার সময় যাঁরা ধৈর্য্য ধরেছিলেন তাঁদের বিশেষ ধন্যবাদ।'
এই ব্র্যান্ডে মিলবে শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বাক্ষর সমেত জ্যাকেট। প্রত্যেকটা সই করা জ্যাকেট দাম ২ লক্ষ করে থাকলেও, কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। টি-শার্টের দাম রাখা হয় ২৪ হাজার থেকে ৪৭ হাজারের মধ্যে। এই জ্যাকেট ও টি-শার্টের চাহিদা এত বেশি ছিল, লঞ্চ হওয়ার পর গোটা ওয়েবসাইটই ক্র্যাশ করে যায়।
আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন
ব্যবসায় আরিয়ান পদার্পণ করেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। তাঁর দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্টি সিংহ ও লেটি ব্ল্যাগোভার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন 'ডিয়্যাভল' নামে অভিজাত ভডকা কোম্পানি। সেই ব্যবসা বৃদ্ধি করতেই তাঁরা অভিজাত স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড লঞ্চ করলেন। নামে শুধু জুড়েছে 'এক্স'। প্রসঙ্গত, ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে আসার সময় এই সংস্থারই হুডি পরে এসেছিলেন শাহরুখ। সুহানার গায়েও চোখে পড়েছে এই কালোর ওপর লাল এক্স চিহ্ন দেওয়া হুডি। এছাড়া পরিচালনাতেও পা রাখছেন আরিয়ান।