কলকাতা: গ্রহণকে জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়েছে। এ বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা ৫ মে হতে চলেছে, ভারতে বৈধ হবে না। তাই এর সূতকও বৈধ নয়। কিন্তু তারপরও চন্দ্রগ্রহণের প্রভাব সব রাশির জাতক-জাতিকার জীবনে স্পষ্টভাবে দেখা যায়। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষভাবে সতর্ক হওয়া দরকার। 


 


বৃষ রাশি


বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে জীবন নানা সমস্যায় ভরপুর থাকবে বৃষ রাশির জাতকদের। আপনি বৃষ রাশির জাতক হলে এই সময় কোনও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া আপনার জন্য মোটেও ভালো হবে না। পরিবারেও অশান্তির পরিবেশ ফলে এই সময় আপনার জীবন থেকে সুখ ও শান্তি চলে যাবে। তাই যতটা সম্ভব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।



সিংহ রাশি


আগামী ৫ মে-র চন্দ্রগ্রহণ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে সিংহ রাশির জাতকদের জন্য। চন্দ্রগ্রহণে অশুভ প্রভাবে নানা সমস্যায় জড়িয়ে পড়বেন এরা। কোনও খারাপ খবর এই সময় পেতে পারেন। নিজের পরিবারেও খেয়াল রাখুন। পরিবারে কোনও বিপদ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন, না হলে ক্ষতির মুখে পড়তে পারেন।


কর্কট রাশি 


চন্দ্রগ্রহণের প্রভাবে নানা সমস্যায় জড়িয়ে পড়বেন কর্কট রাশির জাতকরাও। স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় এই সময় নাজেহাল হবেন আপনি। কর্মক্ষেত্রে একের পর এক বাধার মুখে পড়বেন। গ্রহণ চলাকালীন নাগাড়ে মহাদেবের আরাধনা করুন। তাহলে গ্রহণের কালো ছায়া কিছুটা কাটিয়ে উঠতে পারবেন কর্কট রাশির জাতকরা।


মেষ রাশি


আগামী ৫ মে-র চন্দ্রগ্রহণের প্রভাবে নানা সমস্যায় জর্জরিত হতে হবে মেষ রাশির জাতকদের। আপনি মেষ রাশির জাতক হলে গ্রহণের আগে পরে কিছুদিন অত্যন্ত সতর্ক থাকুন। এই সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি নিজেই নিজের ক্ষতি করতে পারেন। আর্থিক পরিস্থিতিতেও গ্রহণের অশুভ প্রভাব দেখা যাবে। মন অশান্ত থাকবে এবং কোনও আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন।


 


আরও পড়ুন, বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের



ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।