মুম্বই: মাদক কাণ্ডে গ্রেফতারির পর সম্প্রতি শাহরুখ-পুত্র আরিয়ান খানকে আর্থার রোড জেলের বিশেষ সেলে স্থানান্তরিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আরিয়ান খানকে প্রথমত জেলের সাধারণ সেলে রাখা হয়েছিল। তবে এরপর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাঁকে বিশেষ ব্যারাকে পাঠানো হয়েছে যেখানে তাঁকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হবে। 


এক দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার বাকিদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন না বা কথাবার্তাও বলছেন না। জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও স্বভাবতই সমস্যা হচ্ছে তাঁর। জেলের খাবারও তিনি ঠিক মতো খেতে পারছেন না, যার ফলে কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য ও হাইজিন নিয়ে চিন্তায় আছেন।


সম্প্রতি জেলে শাহরুখ-পুত্রের পরিচয় হয়েছে, কয়েদি নম্বর ৯৫৬। জেলবন্দিদের এভাবেই চিহ্নিত করা হয়। অন্যদিকে, জেলের ক্যান্টিনে আরিয়ানের খাওয়া খরচ বাবদ মন্নত থেকে পাঠানো হয়েছে সাড়ে ৪ হাজার টাকার মানি অর্ডার। সাধারণ বন্দিদের জন্য প্রতি মাসে এই টাকাটাই বরাদ্দ করা হয়। বন্দিদের বাড়ি থেকে মানি অর্ডার করে পাঠানো হয় টাকা।       


আরও পড়ুন: করোনাকালে প্রথমবার ৫০০ ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে শ্যুটিং রণবীরের, উল্লেখ রিপোর্টে


২০ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে আদালত। ক্রুজ কর্ডেলিয়া মাদক কাণ্ডে জেলেই শাহরুখ-পুত্র আরিয়ান খান। গত ১৪ অক্টোবর, বুধবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানি ছিল। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। ফলে সেদিন রাতেও জেলেই কেটেছিল আরিয়ানের। ১৫ অক্টোবরও  আবেদন খারিজ হওয়ার পর ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে শাহরুখ পুত্রকে।


আরও পড়ুন: 'খুব শীঘ্র' বাগদান পর্ব সারবেন, সাক্ষাৎকারে জানালেন অভিনেতা ভিকি কৌশল


নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজত শেষের পরে, আরিয়ান-সহ ৮ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় মুম্বইয়ের কিলা কোর্ট। তাঁদের জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানিতে আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ।