মুম্বই: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের সঙ্গে উৎসবে মাতলেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। ৩১ ডিসেম্বর রাতের পার্টির ভিডিও ভাইরাল (Viral Video)। পার্টিতে 'শটস' (shots) খেতে দেখা যায় আরিয়ানকে। স্বভাবতই তাঁর ভিডিও এখন আলোচনার কেন্দ্রে, সৌজন্য মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারি। 

Continues below advertisement

মদ শটস হাতে ভাইরাল আরিয়ান খান

সাধারণ মানুষ থেকে তারকা প্রায় প্রত্যেকেই গতকাল বর্ষশেষের উদযাপনে মেতেছিলেন। বাদ পড়েননি কিং খানের ছেলেও। এদিন তাঁকে পার্টিতে দেখা যায় ডেনিম লুকে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, মজা, হুল্লোড়ে মাততে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওয় নজরে পড়লেন 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি। সেখানে দেখা যাচ্ছে ওরি আর আরিয়ান পার্টির বার কাউন্টারে দাঁড়িয়ে 'শটস' নিচ্ছে। এরপর তাঁদের সঙ্গে যোগ দেন অজয়-কাজলের মেয়ে নায়সা দেবগণ ও বেদান্ত মহাজন। 

Continues below advertisement

 

একাধিক সূত্র মারফৎ খবর, পার্টির আয়োজন করা হয়েছিল আরিয়ান খানের নতুন অ্যালকোহল লেবেলের তরফে। গত বছরই তারকাপুত্র সুরার দুনিয়ায় পা রাখার কথা প্রকাশ করেন, ঘোষণা করেন নতুন অ্যালকোহল লেবেল আনবেন বলেও। তাঁর পোশাকের ব্র্যান্ড D'Yavol X, এবং একই নামে তাঁর মদের ব্র্যান্ডও। অন্যদিকে আরিয়ান যখন মুম্বইয়েই বন্ধুদের সঙ্গে পার্টি করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছিলেন, তখন তাঁর বোন সুহানা খান নববর্ষ উদযাপন করলেন ব্যক্তিগত পরিসরে। শোনা যায়, বিগ বির নাতি অগস্ত্য নন্দর সঙ্গে সম্পর্কে রয়েছেন সুহানা। তাঁরা একসঙ্গেই নববর্ষ উদযাপন করতে উড়ে গেছেন দেশের বাইরে, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন নব্যা নন্দ। 

প্রসঙ্গত, খান পরিবারের থেকে ২০২৪ সালে অনেক কিছু পেতে পারেন দর্শক। ওটিটিতে পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তারকা পুত্র। ওয়েব সিরিজের পরিচালনা করছেন তিনি, প্রাথমিকভাবে খবর এই সিরিজের নাম 'স্টারডম'। এই সিরিজে একাধিক তারকার ক্যামিও হবে বলেও খবর, যাঁদের মধ্যে কর্ণ জোহর, রণবীর সিংহ অন্যতম। এই বছরে শোনা যাচ্ছে এক ফ্রেমে বাবা ও মেয়ে অর্থাৎ শাহরুখ-সুহানাকেও দেখতে পাবেন দর্শক। সূত্রের খবর, অ্যাকশন থ্রিলার 'কিং' নামক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। 

আরও পড়ুন: New Year Party: বর্ষবরণের রাতে ঘরোয়া পার্টিতে অনুপম, সৃজিত, যীশুরা.. আমন্ত্রিত সৌরভ-দর্শনাও

২০২১ সালের অক্টোবরে, মুম্বইয়ের এক প্রমোদতরীতে NCB রেড করে এবং সেখান থেকে মাদক রাখার অভিযোগে যাঁদের আটক করা হয় তাঁদের অন্যতম আরিয়ান খান। পরবর্তীকালে অবশ্য ছাড়াও পান। সেই থেকে শিরোনামে থাকেন তারকাপুত্র। এবার তাঁকে মদ্যপান করতে দেখে সেই কাণ্ডের সূত্র টেনে আরিয়ানকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।