কলকাতা: শুরু একটা নতুন বছর। রাত ১২টা বাজার পর থেকেই নিজের নিজের মতো করেই উদযাপনে মেতেছেন মানুষ। কেউ গান, কেউ জমায়েত, কেউ আবার নিছক আড্ডাতেই মজেছিলেন ১ জানুয়ারির রাতটায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নিয়েছেন অনেকে। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে টলিউডও। নববর্ষের রাতে রুপোলি পর্দার অনেকেই জমায়েত হয়েছিলেন আড্ডায়। তারই এক টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন দর্শনা বণিক (Darshana Banik)। 


২০২৩-এর শেষের দিকেই সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দর্শনা। সুতরাং.. বিয়ের পরে একসঙ্গে কাটানোর এই প্রথম নববর্ষ তাঁদের। নতুন এই বছরে, সৌরভ-দর্শনার সঙ্গী হলেন কারা? সোশ্যাল মিডিয়ায় দর্শনা যে ভিডিওটি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), অনুপম রায় (Anupam Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। গিটার বাজিয়ে অনুপম গেয়ে চলেছেন.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি.. যে আমাকে বাসবে ভাল, তার আকাশেই উড়ি'। সেই সঙ্গে মাউথ অরগ্যানে সঙ্গত করছেন সৃজিত। পাশে বসে তাল মেলাচ্ছেন শিবপ্রসাদ। অন্যদিকে, গানের সঙ্গে কাহন বাজাচ্ছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। পার্টিতে তাঁরা ছাড়াও রয়েছেন জিনিয়া সেন (Zinna Sen), ইন্দ্রাশীষ রায় (Indrashis Roy), রুদ্রনীল সেনগুপ্ত (Rudraneil Ghosh)। সবাই মেতেছেন পার্টিতে। 


দর্শনার ক্যাপশানে চোখ রাখলেই জানা যায়, এই পার্টির আয়োজন হয়েছিল যীশুর বাড়িতেই। যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্ত মিলে আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের। রাতদিন সেখানেই চলল খাওয়া-দাওয়া, আড্ডা আর নতুন বছরের উদযাপন। নিজের কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন দর্শনা। বিয়ের পরে এই প্রথম নববর্ষ কাটাচ্ছেন তিনি। একটি কালো পোশাক পরেছিলেন দর্শনা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেইসব ছবি। দর্শনা যীশু ও নীলাঞ্জনাকে ধন্যবাদও জানিয়েছেন একটি এত সুন্দর পার্টি আয়োজন করার জন্য ও আমন্ত্রণ করার জন্য।


 






আরও পড়ুন: Tripti Dimri: 'আমি খুবই নার্ভাস ছিলাম...', রণবীরের গোপন পরামর্শেই জড়তা কাটে তৃপ্তির?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।