৮৬-তে পড়েছেন আশা ভোঁসলে, উপহার পাঠালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ABP Ananda, Web Desk | 10 Sep 2019 08:31 AM (IST)
আশা লিখেছেন, ৮৬ বছর বয়সে তাঁর সাফল্য যে দেশ ছাড়িয়ে বিশ্ব সঙ্গীত মানচিত্রে পৌঁছে গিয়েছে তাতে তিনি খুশি।
মুম্বই: তারিখ ৮৬ বছরে পা রেখেছেন আশা ভোঁসলে। কিংবদন্তী গায়িকার প্রতি দেশ বিদেশ থেকে এসেছে শুভেচ্ছা। বাদ যাননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আশাকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে নিজের স্বাক্ষর করা বার্তা পাঠিয়েছেন তিনি। টুইট করে আশা জানিয়েছেন এ কথা। উপহারের ছবিও পোস্ট করেছেন। ট্রুডো যে বার্তা পাঠিয়েছেন, তাতে লেখা, আপনার জন্মদিনে আপনাকে শুভকামনা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আনন্দিত বোধ করছি। আশা লিখেছেন, ৮৬ বছর বয়সে তাঁর সাফল্য যে দেশ ছাড়িয়ে বিশ্ব সঙ্গীত মানচিত্রে পৌঁছে গিয়েছে তাতে তিনি খুশি। কানাডার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি।